কলকাতা: সোশ্যাল মিডিয়া এখন মানুষের জীবনের কার্যত অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্য়াল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... ছবির প্রথম পোস্টার থেকে শুরু করে শ্যুটিংয়ের অজানা গল্প, এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। প্রতিদিন, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ হোক বা প্রিয় মানুষের জন্মদিন উদযাপনের মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
'প্রজেক্ট কে'-র লুক প্রকাশ্যে আসতেই ফের ট্রোলিংয়ের শিকার প্রভাস
আদিপুরুষ (Adipurush) নিয়ে চর্চা সবে একটু স্থিমিত হয়েছিল, কিন্তু প্রোজেক্ট কে-র (Project K) ফাস্ট লুক সামনে আসতেই ফের ট্রোলিংয়ের (Trolling) শিকার প্রভাস। আজ প্রকাশ্যে এসেছে মাইথো-সাই-ফাই-এপিক 'প্রোজেক্ট-কে' প্রভাস ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র প্রথম লুক। প্রভাসের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরণে সুপারহিরোর লোহার পোশাক। লম্বা চুল ও তীক্ষ্ণ চাহনি সব মিলিয়ে বেশ অন্যরকম দেখাচ্ছে প্রভাসকে। তবে এই লুক তেমন মনে ধরল না নেটিজেনদের। ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের ঝড়। নাগ অশ্বিনের (Nag Ashwin)-এর পরিচালিত এই মাইথো-সাই-ফাই-এপিক নিয়ে আকর্ষণ ছিল অনেকদিন থেকেই। ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে এই ছবির কাস্টিংও। প্রথমবার এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। আজ দীপিকার যে লুক প্রকাশ্যে এসেছে তা মনে ধরেছে নেটিজেনদের। তবে প্রভাসের লুক বেশ অন্যরকম। তাঁর সারা গায়ে লোহার বর্ম, মাথার লম্বা চুলে জটা, চোখে তীক্ষ চাহনি। একেবারে সুপারহিরোর ভঙ্গিতেই দেখা গেল তাঁকে। প্রভাসের এই ছবিতে অনেকে লিখেছেন, 'খুব নিম্নমানের ফটোশপ এটা।' অনেকে আবার সরাসরি বলেছেন, 'প্রভাসের জন্য শুধু শুধু টাকা খরচ করছেন প্রযোজকেরা।' অনেকে আবার লিখেছেন, 'প্রভাস ফুরিয়ে এসেছেন।' তবে এই ছবি বক্সঅফিসে কেমন ব্যবসা করবে সেই উত্তর দেবে সময়। আপাতত মুক্তির অপেক্ষায় এই ছবি।
ব্যোমকেশের শ্যুটিংয়ের গল্পে দেব
শ্যুটিংয়ের সময় ক্যামেরার পিছনে তৈরি হয় কত অজানা গল্প। অভিনেতা অভিনেত্রীরা হামেশাই ভাগ করে নেন আউটডোর শ্যুটিংয়ে ঘটা বিভিন্ন ঘটনার কথা। কিন্তু ক্যামেরার পিছনে যাঁরা কাজ করেন, তাঁদের গল্প যেন অজানাই থেকে যায়। সামনেই মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgorohosshyo)। আর সেই ছবির শ্যুটিং হয়েছে গড়কুণ্ডার দূর্গে। শ্যুটিংয়ের ফাঁকে, শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ছবির ব্যোমকেশ ওরফে দেব (Dev)। মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব বলছেন, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারি ভারি জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।' এখানেই থামেননি দেব, বললেন, 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।' দেব শেয়ার করে নিয়েছেন টুকরো টুকরো শ্যুটিংয়ের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের বিভিন্ন দৃশ্য। অবশ্যই নজর কেড়েছে ফোর্টের সৌন্দর্য্য।
আরও পড়ুন: Top Entertainment News Today: 'আবার প্রলয়'-এর ট্রেলার, ফের কটাক্ষের শিকার প্রভাস, বিনোদনের সারাদিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন