কলকাতা: পিছনে সোনার কেল্লা, সামনে দাঁড়িয়ে ফেলুদা, থুড়ি টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। দুধসাদা শার্ট, জিন্সে হাসিমুখে দাঁড়িয়ে তিনি। আপাতত জয়সলমীরে কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি'-র (Rocky aur Rani) শ্যুটিং করেছেন টোটা। সেই সেটেই রয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। একসঙ্গেই শ্যুটিং করছেন তাঁরা। আর হিন্দি ছবির শ্যুটিংয়েই বাংলা কিংবদন্তির নস্ট্যালজিয়ায় ভাসলেন টোটা।
টোটার সত্যজিৎ স্মরণ
ছবিতে দেখা যাচ্ছে জয়সলমীরের এক কেল্লার সামনে দাঁড়িয়ে আছেন টোটা। ক্যাপশানে তিনি লিখেছেন, 'জীবনটা একটা সম্পূর্ণ বৃত্তের মতো। 'সোনার কেল্লা' (Sonar Kella) ছবিটা দেখার পরে কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ওপরে আমার ভালোবাসা, শ্রদ্ধা জন্মায়। আর এখন সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জন্য আমায় ফেলুদা হিসেবে দেখা যাবে। আজ, সেই কিংবদন্তির ১০০ তম জন্মদিনের ঠিক ১২দিন আগে আমি তাঁকে আমার সম্মান জানাতে চাই।'
আরও পড়ুন: বাংলায় অনীহা, কোন পদ্ধতিতে সহজকে 'ঠাকুমার ঝুলি'-র সঙ্গে আলাপ করিয়েছিলেন প্রিয়ঙ্কা?
এই মাসের প্রথমেই 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat) এর শ্যুটিং শেষ করেছেন টোটা। শ্যুটিং শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় ফেলুদার ছবি পরিচালনা নিয়ে নস্ট্যালজিক পোস্ট করেছিলেন পরিচালক। ইতিমধ্যেই দার্জিলিং পাড়ি দিয়েছেন সৃজিত মুখোপাধ্য়ায়, টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী। শুরু হয়ে গিয়েছে শ্যুটিংও। শ্যুটিং শুরুর আগের রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত লিখেছিলেন, 'যখন ফেলুদা শ্যুটিং করি তখন আমি সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই। কারণ আগামীকাল থেকে সেই ১০ বছরের ছেলেটা এসে আমার পাশে বসবে যে ৫/10 ইন্দ্র রায় রোডে জন্মেছিল। যে শ্রী হরি দোকানটা থেকে তার স্কুলের টিফিন কিনত, বিজলি সিনেমায় বৈদুর্য্য রহস্য দেখত আর ভবানীপুর বুক ব্যুরো থেকে ফেলুদার পাতলা পাতলা বইগুলো কিনে আনত। সেই ছেলেটা কাল থেকে আমার পাশে বসবে, মনিটরে চোখ রাখবে আর আমার সঙ্গে হাসবে, আমার সঙ্গে কাঁদবে। কারণ আমরা আমাদের স্মৃতিগুলোকে পুননির্মাণ করছি।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">