কলকাতা: কিছুদিন আগেই জয়সলমীর থেকে শ্যুটিং করে ফিরেছেন তিনি। রণবীর সিংহ (Ranveer Singh), আলিয়া ভট্ট (Alia Bhatt), কর্ণ জোহরের (Karan Johar) সঙ্গে কাজের স্মৃতি এখনও টাটকা বাঙালি অভিনেতার মনে। বাকি রয়েছে  'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র আরও কিছু অংশের শ্যুটিং। তারমধ্যেই ফেলুদার টানে কলকাতায় উড়ে এসেছেন তিনি। 'হইচই'-তে 'ফেলুদার গোয়েন্দাগিরি' ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে (Tota Roychowdhury)। 


বলিউডের অভিজ্ঞতা


'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র মুখ্যভূমিকায় রয়েছেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। এঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? টোটা বললেন, 'বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কিন্তু ওদের থেকে কাজের প্রতি মনোযোগটা শিক্ষনীয়। আর এত বড় তারকা হয়েও কাজের ব্যাপারে বিন্দুমাত্র অহংকার নেই। আলিয়া এসে বাংলা উচ্চারণ শিখছে। বলছে, দেখো তো আমি বলছি, সঠিক হচ্ছে কী না..' রণবীর সেটে এসেই জড়িয়ে ধরে বলছে, 'কেমন আছেন স্যর.. খুব ভালো লাগছে আপনার সঙ্গে কাজ করে..' ওই উচ্চতায় পৌঁছেও যে মাটির এত কাছাকাছি থাকা যায়, তা সত্যিই শেখার। ওদের শেখার ইচ্ছা, প্রবণতা আর কাজে মনোযোগ দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি।' 


আরও পড়ুন: Tota Exclusive: 'জয়সলমীরে শ্যুটিং শুনে নিজের অজান্তেই বলে ফেললাম, সোনার কেল্লা!'


এখানেই থামলেন না টোটা। বললেন, 'আরও একজনের কথা না বললেই নয়, তিনি শ্রী কর্ণ জোহর। ওনাক জীবনে তো আর নিজেকে নতুন করে প্রমাণ করার নেই। পরিচালক হিসেবে মেগা হিট ছবি উপহার দিয়েছেন। বড় বড় ছবি প্রযোজনা করেছেন। তিনি নিজে একটা হাউজ বানিয়েছেন, যার নাম প্রায় সমস্ত ভারতীয় জানেন। সেই মানুষটা এত নম্র, এত মাটির কাছাকাছি.. উনি মাইকে বসে কেবল পরিচালনা করেন না, উঠে সেটে চলে এসে দেখিয়ে দেন। ভালো লাগলে হাততালি দিয়ে ওঠেন। খারাপ লাগলে কানে কানে এসে অনুরোধ করেন, 'এটা আমি এইরকম চাইছি, আরও একবার করবে প্লিজ? যেন অনুরোধ করছেন। আমি অবাক হয়ে গিয়ে বলতাম, আপনি এভাবে বলছেন কেন? আমায় আদেশ দিন! এই মানুষগুলো কেন বড় হয়েছে এঁদের সঙ্গে কাজ করে বুঝলাম।'