কলকাতা: বদলে যাচ্ছে পরিচালক। কিন্তু বদলাচ্ছে না গল্পের চরিত্ররা। ওয়েব সিরিজে ফেলুদার হাত ছেড়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তবে ফের ওয়েব সিরিজের পর্দায় ফিরছে ফেলুদা। 'রয়াল বেঙ্গল রহস্য' নিয়ে। কিন্তু যে পরিচালকের হাত ধরেই প্রথম ফেলুদা হওয়া, সেই পরিচালকের হাত ছেড়ে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। একসঙ্গে এই পরিচালকের ওপরেই চোখ বুঁজে ভরসা করেছিলেন তিনি। প্রচুর নেতিবাচক মন্তব্য শোনার পরেও, নিজেকে ফেলুদা হিসেবে তৈরি করেছিলেন এই পরিচালকের ভরসাতেই। সেই 'ক্যাপ্টেন'-এর জন্য, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন, ফেলুদা। টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) চিঠি লিখলেন সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherji)।
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি দিয়ে টোটা লিখেছেন, 'ওপরের ছবিটি ২৪শে ডিসেম্বর, ২০১৯-এ তোলা। আপাতদৃষ্টিতে চেহারায় আলগা নিশ্চিন্ততা পরিস্ফুট হলেও পেটে প্রজাপতির অবিরাম ওড়াওড়ি। স্বপ্নের চরিত্রে নির্বাচিত হওয়ার পরপরই কয়েক রাউন্ড তুমুল গালমন্দের সম্মুখীন হয়ে ফেলুদার সেটে আমার প্রথম দিন। তার ওপর দুই সুউচ্চ পর্বতপ্রমাণ প্রবাদপ্রতিমদের সঙ্গে তুলনা হওয়ার ভয় পরিচালকের বরাভয়েও কাটছে না। ফেলুদা হওয়ার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ (এখনও অবশ্য হয়ে উঠতে পারিনি তবে work in progress) এবং ত্রয়ীর পথচলার হাঁটি হাঁটি পা পা।
নীচের ছবিটি ২৫শে মার্চ, ২০২৪-এ তোলা। ততদিনে দুটো আলাদা প্ল্যাটফর্মে দুটো সিজন স্ট্রিম হয়ে গেছে। বহুল সংখ্যক দর্শক এই ত্রয়ীকে গ্রহণ করেছেন এবং বেশ কিছু মানুষ নিজগুণে আপন করেও নিয়েছেন (তাঁদের কৃতজ্ঞতা ও ভালবাসা। এক শ্রেনীর গালাগাল অবশ্য এখনও পিছু ছাড়েনি তবে চামড়া এখন কাজিরাঙ্গার রাইনো)! স্বর্গীয় পরিবেশে ফেলুদা বেশে ভূস্বর্গে সে মুহূর্তে আবহ "আহা কি আনন্দ আকাশে বাতাসে"! তখনও জানি না যে এটাই ক্যাপ্টেন এর নেতৃত্বে আমাদের শেষ ইনিংস।