মালদা: পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও যেমন গুরুত্ব দিয়ে দেখা হয়, ঠিক ততটাই পরীক্ষাকেন্দ্রে  নকল রুখতেও কড়া নজর শিক্ষা দফতরের। চলতি বছরেও সেই মতোই বুধবার ইংরেজি পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করেন শিক্ষকরা। কিন্তু এরপরেই ভয়াবহ ঘটনাটি ঘটে যায় মালদার এক স্কুলে ! এবার মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে।

Continues below advertisement

মূলত, পরীক্ষার আগে  তল্লাশি আপত্তি তুলে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয় বলে ওঠে গুরুতর অভিযোগ।স্কুলের ভিতরেই শিক্ষকদের মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের স্কুলে।  ইতিমধ্যেই মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে। 'সিসি ফুটেজ দেখে দোষীরা গ্রেফতার হবে', দাবি পুলিশের। ঘটনার সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে সংসদ। 

Continues below advertisement

তবে এরাজ্যে পড়ুয়াদের হাতে শিক্ষক নিগ্রহের ঘটনা এই প্রথমবার নয়, পৃথক প্রেক্ষাপটে আরও একাধিক উদাহরণ রয়েছে। বাইশ সালে এমন ঘটনাই ঘটেছিল, নদিয়ার গাংনাপুর থানা এলাকার একটি স্কুলে। সেবার পরীক্ষার দিন বদলাতেই শিক্ষকদের বেধড়ক মারের অভিযোগ উঠেছিল। অভিযোগের আঙুল উঠেছিল শিক্ষার্থীদের গৃহশিক্ষক এবং অভিভাবকদের বিরুদ্ধে। শিক্ষকদের মারধর এবং ক্লাসরুমের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছিল সরিষাডাঙা ডা. শ্যামাপ্রসাদ হাইস্কুলে।

নির্দিষ্ট দিনের আগে স্কুলের তৃতীয় ইউনিট টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তাতে আপত্তি জানান গৃহ শিক্ষক ও অভিভাবকরা। ফলে  দুপুরে স্কুল চলাকালীন স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার সময়সূচি বদলের আবেদন জানাতে গিয়েছিলেন গৃহ শিক্ষক ও অভিভাবকদের একাংশ। তাতেই দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটে। আহত হয়েছিলেন স্কুলের সাতজন শিক্ষক। ভাঙচুর করা হয় অফিস রুমের চেয়ার, টেবিলও। নদিয়ার গাংনাপুর থানার সরিষাডাঙ্গা ডঃ শ্যামাপ্রসাদ হাই স্কুলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছিল। কার্যত স্কুলের পঠন-পাঠন টিফিনের পর বন্ধ হয়ে যায়। পড়ুয়ার অঘোষিত ছুটির কারণে বাড়ি ফিরে আসেন। পরে স্কুলের পক্ষ থেকে গাংনাপুর থানায় গৃহ শিক্ষক ও অভিভাবক সহ মোট আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)