নয়াদিল্লি: 'Friends'-দের বোকা বানিয়ে চলে গেলেন চ্যান্ডলার ওরফে ম্যাথু পেরি (Mathew Perry Death)। লস অ্যাঞ্জেলেসে বাড়ির হট-টাব থেকেই অভিনেতার সংজ্ঞাহীন (Friends Actor Mysterious Death) দেহ উদ্ধার হয় বলে খবর। বহু চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। তবে প্রাথমিক ভাবে কোনও ষড়যন্ত্রের প্রমাণ পায়নি পুলিশ। দুনিয়াকাঁপানো সিটকম 'Friends'-এর অন্যতম চরিত্র চ্যান্ডলারের ভূমিকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন ম্যাথু। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক হলিউড, শোকস্তব্ধ 'Friends' ভক্তরা। 


কী ভাবে জানা গেল?
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ম্যাথু পেরির সহকারী তাঁকে প্রথম হট-টাবে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। আপৎকালীন পরিষেবার জন্য ৯১১ নম্বরে ফোন করেন সেই সহকারীই। শোনা যাচ্ছে,  শনিবার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে পেরির দেহ যখন উদ্ধার হয় তখন তাতে  আর সাড় ছিল না। 'এমার্জেন্সি ফার্স্ট রেসপন্ডাররা' জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন। লাভ হয়নি। এখনও পর্যন্ত কোনও ষড়যন্ত্রের প্রমাণ না পাওয়া গেলেও অভিনেতা যে অতীতে দীর্ঘ সময় পেনকিলার এবং মদের নেশার সঙ্গে লড়াই করেছেন, তা অনেকেই জানেন। 


ফিরে দেখা...
অতীতে এই নেশার জন্য একাধিকবার রিহ্যাবে যেতে হয়েছে পেরিকে। গত বছর প্রকাশিত "Friends, Lovers and the Big Terrible Thing," শীর্ষক মেমোয়া-য় তিনি নিজেই জানিয়েছিলেন, অন্তত ৬৫ বার 'ডিটক্স' করতে হয়েছিল তাঁকে। নেশার গ্রাস কাটিয়ে সুস্থ জীবনে ফেরার জন্য ৯০ লক্ষ মার্কিন ডলার খরচও হয় তাঁর। এতেই শেষ নয়। ভেঙে পড়া শরীরের জন্য আরও ভুগেছেন তিনি। ২০১৮ সালে কোলনের সমস্যার জন্য সাত ঘণ্টার অপারেশন হয়েছিল পর্দার সদাহাস্য চ্যান্ডলারের দেহে। তার পর, দীর্ঘ কয়েক মাস কোলোস্টমি ব্যাগ ব্যবহার করতে হত তাঁকে। গত শনিবার সমস্ত ব্যথা-যন্ত্রণার শেষ হল। পর্দায় মাতিয়ে রাখা চ্যান্ডলার বিং কিনা শেষমেশ নিজের বাড়িরই হট-টাবে এভাবে চলে গেলেন? নিঃশব্দে? কী হয়েছিল তাঁর? প্রশ্ন অনেক। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার প্রতিনিধি কোনও মন্তব্য করেননি।


অভিনেতা সম্পর্কে...
১৯৬৯ সালের ১৯ অগাস্ট ম্যাসাচুসেটসে জন্মেছিলেন ম্যাথু। তবে ছোটবেলার অনেকটাই কাটান কানাডায়। পরে সপরিবার চলে এসেছিলেন লস অ্যাঞ্জেলেসে। সিটকম 'Friends'-র চ্যান্ডলার বিংয়ের চরিত্রে অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছিলেন তিনি।  ১৯৯৪ সাল থেকে ২০০৪। টানা দশ বছর চলেছিল 'Friends'-এর ১০টি 'সিজন'। পেরির অভিনয় মুগ্ধ করেছিল ভক্তকূলকে। বন্ধুদের সঙ্গে নানা ইয়ার্কি-খুনসুটি করতে দেখা যেত পর্দার চ্যান্ডলারকে। নিউ ইয়র্কের বাসিন্দা, ছ'জন তরুণ-তরুণীর বন্ধুত্ব, চাকরি, প্রেম-বিচ্ছেদের গল্প নিয়ে ছিল 'Friends'। জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিজা কুড্রো, ম্যাট ল'ব্ল্যাঙ্ক, এবং ডেভিড স্কুইম্যারের সঙ্গে ম্যাথুর 'বন্ধুত্ব' অবশ্য পদার বাইরেও মায়ার জগৎ বুনেছিল। ২০২১ সালে  'Friends Reunion' পর্বের জন্য ছয় বন্ধুর প্রত্যেকে ২৫ লক্ষ ডলার আয় করেন বলে শোনা যায়। কিন্তু সেই সময়ই ভক্তদের খানিক চিন্তা বাড়িয়েছিলেন ম্যাথু। তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। এমন তো হওয়ার কথা নয়। কেন হচ্ছে? প্রশ্ন ওঠে। সহ-অভিনেতাদের সামনে তিনি স্বীকার করে নেন, শ্যুটিং চলাকালীন প্রত্যেক রাতে গভীর 'অ্যাংজাইটি' হত তাঁর। এত হাসি-ঠাট্টা-মজার আড়ালে কীসের উদ্বেগে ভুগতেন তিনি? এখনও স্পষ্ট নয়। 
হয়তো আর স্পষ্ট হবেও না। তবে জোয়ি, চ্যান্ডলার, রস, মনিকা, রেচেল এবং ফিবি-র বন্ধুত্বে এই 'ভাঙন' স্পষ্ট।


আরও পড়ুন:২০০ পর্ব পার, একে অপরের উন্নতি দেখেছেন নন্দিনী-নীলাঙ্কুর, আড্ডায় ছোটপর্দার 'রাম কৃষ্ণা'