কলকাতা: সম্প্রতি ২০০ পর্বের পথচলা শেষ করেছে কালার্স বাংলার (Colors Bangla) ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishnaa)। শ্যুটিংয়ের ফাঁকে সেটেই হয়েছে উদযাপন। আর তারই মাঝে এবিপি লাইভকে খানিক সময় দিলেন ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র রাম ও কৃষ্ণা, অর্থাৎ, নীলাঙ্কুর মুখোপাধ্যায় (Nilankur Mukhopadhyay) ও নন্দিনী দত্ত (Nandini Dutta)।


২০০ পর্ব পেরিয়ে কেমন অনুভূতি? নন্দিনীর কথায়, 'নিজের যদি কোনও সন্তান হত, তার প্রত্যেক জন্মদিনে যেমন অনুভূতি হত, 'রাম কৃষ্ণা'র ক্ষেত্রেও সেরকম আজ ২০০ পর্ব, এরপর ৩০০-৪০০ পর্ব বাড়তে থাকবে, সেরকমই অনুভূতি হচ্ছে। যেন খুব ছোট, খুব সূক্ষ্ম, ঠিক শিশুর মতো। 'রাম কৃষ্ণা' আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্থান নিয়ে রয়েছে।'


যেভাবে শুরু হয়েছিল যাত্রা, সেখান থেকে এখনও পর্যন্ত সময়ের সঙ্গে, গল্পের সঙ্গে নিজেরা কতটা পরিণত হয়েছেন বলে মনে করেন তাঁরা? নন্দিনীর জবাব, 'আমরা তো ব্যক্তি হিসেবে রোজই খানিকটা করে বড় হই। তাই কেবল 'রাম কৃষ্ণা'র জন্য নয়, যে চরিত্রগুলি আমরা করি তাতে ব্যক্তিগত কিছু সম্পর্ক তৈরি হয়। যেমন কৃষ্ণা এমন অনেক পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারে যেগুলো আমি মানে নন্দিনী হলে হয়তো খুব হঠাকারী সিদ্ধান্ত নিত। এমন দৃশ্য পড়ে, সংলাপ দেখে মনে হয় যে কৃষ্ণার মতো তো আমিও সামলাতে পারি। সেভাবে পরিণত আমি হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি। আর আমার মনে হয় একটা টিম হিসেবে আমরা অনেকটা পরিণত হয়েছি। নন্দিনীকে বদলাতে দেখেছেন তাঁর সহ-অভিনেতা, ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর। তাঁর কথায়, 'আমার মনে হয় ও (নন্দিনী) খুব সুন্দর করে নিজের গ্রাফটা তৈরি করেছে। আমার মনে আছে বেশ কিছুদিন আগে একটা দৃশ্য ছিল তনিমা দির সঙ্গে ওর। আমার মনে আছে তনিমা দি তো ইম্প্রোভাইজেশনে চলেন, ও সেটা খুব ভাল করে এগিয়ে নিয়ে গিয়েছিল। এটা আমি মনে করি প্রথম দিন ওকে আমি যা দেখেছিলাম তার থেকে ২০০ পর্ব পরে ও নিজেকে অনেকটা পরিণত করতে পেরেছে, সেটা আমার খুব ভাল লাগে। 


পর্দার রামকে ধন্যবাদ জানিয়ে 'কৃষ্ণা' বলে চলে, 'নীলাঙ্কুরের ক্ষেত্রেও বড় বদল ঘটেছে বলতেই হবে। রামানন্দের যে চরিত্রটা ছিল ভীষণ নির্বিকার, তাপ উত্তাপ নেই কোনও কিছুতেই। খুব দুঃখও পায় না, আনন্দও হয় না। সেখান থেকে জীবনে এক মহিলার প্রবেশ, তাকে দেখে প্রেমের অনুভূতি হওয়া, তাকে ভালবেসে ফেলা, এই অভিব্যক্তিগুলো নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসা, খুব সুন্দর কাজ করেছে। মানে নির্বিকার হওয়া থেকে ওই যে কারও প্রতি প্রচণ্ড টান থেকে হওয়া জেদ থেকে তাকে প্রেমপ্রস্তাব দেওয়া, সেই অভিব্যক্তিটা ফুটিয়ে তোলাটা খুব সুন্দরভাবে করেছে ও।' সেই রেশ টেনেই অকপট নীলাঙ্কুর। তাঁর কথায়, 'এটার সবচেয়ে বড় কৃতিত্ব গোপাল দার। ওঁকে পাওয়াটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার। আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, বাবু দা আমাকে হাত ধরে পথ চলতে শেখান। তারপর গোপাল দাকে পাওয়া। ওঁর সবচেয়ে বড় গুণ, কখনও কোনও অভিনেতাকে উনি বেঁধে দেন না। নিজের মতো যে পথ চলতে দেন, তাঁকে এক্সপ্লোর করতে দেন। এটা সকল অভিনেতার স্বপ্ন। আমরা অভিনেতা হিসেবে 'ডিরেক্টর্স অ্যাক্টর্স' হতে চাই, একইসঙ্গে আমরা নিজেদের ভাঙাচোরাও করতে চাই। গোপাল দা ছাড়া এটা বোধ হয় সম্ভব হত না।'


আরও পড়ুন: Ram Krishnaa: ২০০ পর্ব পার, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশন 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের সেটে


আপাতত, আপাতত, রাম ও কৃষ্ণার মধ্যে প্রেমের ফুল ফুটছে। কৃষ্ণার জন্য আকূল হয়ে উঠেছে রাম, অন্যদিকে কৃষ্ণাও তার আবেগে সাড়া দিচ্ছে। তারপর?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial