কলকাতা: বিয়ে মানেই কি লাল বেনারসি সাজ? বোধহয় নয়। সদ্য বলি সেলেবদের বিয়ের সাজে চোখ রাখলেই দেখা যায়, অনেকেই বিয়ের সাজ বেছে নিয়েছেন অন্য রঙকে। কিয়ারা আডবাণীর (Kiara Advani)-বিয়ের ছবিতে চোখ রাখলে দেখা যায়, বিয়ের দিন গোলাপি সূক্ষ কাজের লেহঙ্গা বেছেছিলেন কিয়ারা। গায়ে হলুদের সকালে তিনি সেজেছিলেন হলুদ লেহঙ্গায়। সঙ্গীতের সাজে চোখ ধাঁধাঁনো সোনালি ও রুপোলি কাজেরে লেহঙ্গা পরেছিলেন নায়িকা। অন্যদিকে বিয়ের দিন লাল নয়, অফ হোয়াইট আর রুপোলি কাজের লেহঙ্গা বেছে নিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-ও!


তবে সেই সাজ রিয়েল লাইফ বিয়ের জন্য় নয়, রিল লাইফের জন্য। বর্তমানে 'বালিঝড়' ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা। সেখানেই শ্যুটিং হচ্ছে তাঁর বিয়ের দৃশ্যের। ধারাবাহিকে তৃণার নাম ঝোরা আর কৌশিকের নাম মহার্ঘ্য। তাঁদের বিয়ের কথাই হয়েছে। কিন্তু বিয়ের দিন পালিয়ে যায় ঝোরা। শ্যুটিংয়ের সময় ছক ভেঙে তৃণাকে সাজানো হয়েছিল গোলাপি বেনারসিতে।                                         


হালকা গোলাপি বেনারসির সঙ্গে ভারি কুন্দনের গয়না পরেছিলেন তৃণা। ভারি হার, মাথায় ভারি টায়রা ও টিকলি। হাতে শাঁখা পলার সঙ্গে ছিল কুন্দনের বালাও। কপালের হালকা চন্দন ও হালকা মেকআপে সত্যিই নজরকাড়া তৃণা। নেটিজেনদের অনেকেরই মত, রিয়েল লাইফ বিয়ের দিনের থেকেও সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের সাজ শেয়ার করে নিয়েছেন তৃণাই। তারপরেই কমেন্টের ঝড়।                                                                                                                                                     


আরও পড়ুন: Nusrat Yash: নুসরতের ছবি না তুলে সেলফিতে ব্যস্ত যশ, কাণ্ড দেখে কী বললেন মিমি?


২০২১ সালে নীল ভট্টাচার্য্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণা। বিয়ের দিন সাবেকি লাল বেনারসিই বেছেছিলেন তিনি। ভারি সোনার গয়নার সঙ্গে গাঢ় মেকআপ করেছিলেন তৃণা। সাধারণত ধারাবাহিকে বিয়ের কনেকে সাজানো হয় লাল বেনারসিতেই। তবে বিয়ের দিনের জন্য তৃণার গোলাপি বেনারসির সাজ প্রশংসা পেয়েছে অনেকেরই।