মুম্বই : বিশ্বাস করা সত্যিই কঠিন যে টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla) আর এই পৃথিবীটায় নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই মৃত্যু হয়েছে তাঁর। সলমন খানের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু সমস্ত জনপ্রিয়তাকে তুচ্ছ করে অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সকলের প্রিয় 'সিড'। 'বালিকা বধূ' খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর বান্ধবী শেহনাজ গিল। দুজনকে একসঙ্গে অনুরাগীরা সিড-নাজ বলে ডাকতেন। সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। এখন অবশ্য ফের তিনি কাজ শুরু করেছেন। সম্প্রতি ইউটিউবে তাঁর একটি ভিডিও মুক্তি পেয়েছে। যে ভিডিওতে সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন শেহনাজ গিল। যা মুক্তি পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
'বিগ বস'-র ঘর থেকে শুরু হয় সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের কেমিষ্ট্রি। যা অনুরাগীদের কাছেও খুবই পছন্দের হয়ে ওঠে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-শেহনাজের গান 'টু ইয়াহা হ্যায়'। গানের দৃশ্য চোখে জল এনে দেবে সিড-নাজের অনুরাগীদের। 'বিগ বস'-র ঘরে সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের একাধিক মুহূর্ত দেখানো হয়েছে এই গানে। সাড়ে চার মিনিটের গান 'তু ইয়েহি হ্যায়'-তে অভিনেতাকে প্রতি মুহূর্তে মিস করতে দেখা যাবে শেহনাজ গিলকে। আর এই গান মুক্তি পাওয়ার পর মাত্র ৭ ঘণ্টা ৫ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে সিড-নাজ জুটিকে একবার দেখার জন্য কতটা ব্যাকুল হয়ে রয়েছেন অনুরাগীরা। গানটি দেখতে দেখতে শেহনাজ গিলের মতো প্রিয় সিড-কে মিস করবেন প্রত্যেক অনুরাগী।
প্রসঙ্গত, সদ্যই মুক্তি পেয়েছে শেহনাজ গিলের নতুন ছবি 'হসলা রাখ'। কমেডির মোড়কে রোম্যান্টিক এই ছবিতে শেহনাজ গিল ছাড়াও দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়াকে। গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি।