মুম্বই: গত ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। 'আলি বাবা- দাস্তান - এ- ইশক' ধারাবাহিকে সম্প্রতি কাজ করছিলেন তিনি। সেই ধারাবাহিকের সেটের মেকআপ রুমেই পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ। আত্মহত্যার মতো মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা আগেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেকআপের ভিডিও পোস্ট করেছিলেন। আচমকাই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তুনিশা শর্মার অস্বাভাবিক মৃত্যুতে (Tunisha Sharma Death) বিনোদন জগত কার্যত অবাক হয়ে যায়। শোকের ছায়া নেমেছে সেখানে। ইতিমধ্যেই অভিনেত্রীর প্রয়াণে গ্রেফতার হয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খান (Sheezan Khan)। অভিনেত্রী মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, শিজানই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শিজান। তবে, এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল যে, তিনি বার-বার নিজের বয়ান বদল করছেন।


বয়ান বদল তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিকের-


তুনিশা শর্মার মৃত্যুর পরই তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিজান খান। যিনি তুনিশার সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক। গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন যে, কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙেন তিনি। কিন্তু কী কারণে তিনি সম্পর্ক ভাঙেন, সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলতে পারেননি। কখনও বলছেন, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড দেখে তাঁর মনে এতটাই প্রভাব পড়ে যে, তার জন্যই তিনি সম্পর্ক ভাঙেন। কখনও আবার বলছেন, তাঁদের সম্পর্ক ছিল ভিন্ন ধর্মের। সেই কারণেই তিনি সম্পর্ক ভাঙেন। এক-একবার এক-একরকমের বয়ান দিচ্ছেন তিনি। আর এবার এক মহিলা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময়ে কান্নায় ভেঙে পড়লেন শিজান। তাঁর বিরুদ্ধে আগেই একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ স্বীকার করেননি শিজান।


আরও পড়ুন - Salman Khan: জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে চুম্বন করে 'আই লভ ইউ' বললেন সলমন!


সংবাদ সংস্থা এএনআই-এ দেওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এক পুলিশ কর্মী বলেন, 'গত কয়েকদিন ধরে পুলিশি হেফাজতে রয়েছে শিজান। তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। কিন্তু যখন এক মহিলা পুলিশ কর্মী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন, তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন শিজান। অথচ, গত কয়েকদিন ধরে তুনিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা তথ্য খাড়া করার চেষ্টা করছিলেন। কিন্তু একজন মহিলা পুলিশ কর্মীর জেরার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তা অস্বীকার করেছেন শিজান। জানিয়েছেন, তাঁর জীবনে অন্য কোনও নারী ছিলেন না।'


ওই মহুলা পুলিশ কর্মী দাবি করেছেন যে, তাঁর আগে জিজ্ঞাসাবাদে কার্যত চুপ করেই থেকেছেন শিজান খান। তাই অভিনেতার অনুভূতি বোঝা যাচ্ছিল না। কিন্তু তিনি জেরা করতেই কান্নায় ভেঙে পড়েন। পুলিশের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, 'জেরায় একাধিকবার নিজের বয়ান বদলেছেন শিজান। বিচ্ছেদ প্রসঙ্গে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তুনিশা শর্মার আত্মহত্যার সময়ে শ্যুটিং সেটে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ, অভিযুক্ত একজন অভিনেতা। তিনি অভিনয় দিয়ে নজর ঘোরানোর চেষ্টা করতে পারেন। পুলিশ অভিযুক্তের চেহারায় কোনও দুঃখের অনুভূতি দেখতে পায়নি। তাই সবরকমভাবে তদন্তের চেষ্টা চালানো হচ্ছে।'