Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নয়া মোড়, ২৭ ডিসেম্বর শেষকৃত্যের সম্ভাবনা

Tunisha Sharma Death Case: সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, অভিনেত্রীর শেষকৃত্য ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবার তুনিশার মাসির জন্য অপেক্ষা করছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।

Continues below advertisement

নয়াদিল্লি: হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুতে তোলপাড় টেলি দুনিয়া। গত ২৪ ডিসেম্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর। বয়স মাত্র ২০। 

Continues below advertisement

তুনিশার মৃত্যুতে নয়া মোড়

অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসছে সামনে। 

সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয় যে সিরিয়ালের সেটেই আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই একাধিক তারকা শোকপ্রকাশ করেন। অভিনেতা কর্ণ কুন্দ্রা, পরিচালক অশোক পণ্ডিত, অভিনেতা কর্ণবীর বোহরা প্রমুখরা ট্যুইটে শোকপ্রকাশ করেন। 

মেয়ের মৃত্যুর ঘটনায় তুনিশা শর্মার মা বণিতা শর্মা থানায় মামলা দায়ের করেছেন, যাতে এই ঘটনার তদন্ত হয়। মহারাষ্ট্র পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এখনও পর্যন্ত, অভিনেতার ময়না তদন্তের রিপোর্ট দাবি করেছে যে এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশের তদন্ত চলছে।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তুনিশার সহ-অভিনেতা শিজান খানকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁরা দুই জনই 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তুনিশার মা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনার পরই তাঁকে গ্রেফতার করা হয় ও ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিনেত্রীর মা এফআইআরে উল্লেখ করেন, তুনিশা ও শিজান সম্পর্কে ছিলেন, এবং বিচ্ছেদের পর গত ১৫ দিন ধরে বেশ দুঃখেই ছিলেন। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, অভিনেত্রীর শেষকৃত্য ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবার তুনিশার মাসির জন্য অপেক্ষা করছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং তিনি আজ শেষকৃত্যের জন্য ভারতে পৌঁছবেন।

আরও পড়ুন: Alia Bhatt: 'পৃথিবীর সেরা মানুষ'দের সঙ্গে বড়দিন উদযাপন আলিয়া ভট্টের, পোস্ট করলেন ছবি

সূত্রের খবর, দিন পনেরো আগে প্রেমিক ও সহ অভিনেতা শিজান খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে তুনিশার। বেশ দুঃখে ছিলেন অভিনেত্রী। 

চণ্ডীগড়ে জন্মগ্রহণকারী তুনিশা ছোটবেলাতেই খ্যাতি অর্জন করেছিলেন। ছোটবেলায়, তিনি 'ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ'-এ অভিনয় করেছিলেন। তিনি 'চক্রবর্তী অশোক সম্রাট'-এ রাজকুমারী অহঙ্কার, 'ইশক শুভান আল্লাহ'-তে জারা/বাবলি এবং 'ইন্টারনেট ওয়ালা লাভ'-এ আরাধ্যা ভার্মার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। হিন্দি টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি তিনি হিন্দি ছবি 'বার বার দেখো' ও 'ফিতুর'-এও অভিনয় করেছেন। 

Continues below advertisement
Sponsored Links by Taboola