নয়াদিল্লি: টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত (Tunisha Sharma Death Case) যত এগোচ্ছে ততই একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan)। সোমবার অভিযুক্তের আইনজীবী ও পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অভিনেতার মা কহেকশন ফৈজি (Kehekshan Faisi) জানান যে তাঁকে একটি আবেগঘন ভয়েসমেল পাঠিয়েছিলেন অভিনেত্রী। সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে সেটি শোনানোও হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। 


শিজানের মাকে পাঠানো তুনিশার ভয়েস মেসেজ


সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভয়েস মেসেজ শুনেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে কোনও বিষয় নিয়ে বেশ ঘেঁটে ছিলেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি আমার কাছে খুব মূল্যবান, আম্মা, অনেকটা মূল্যবান... আপনি জানেনও না, সেই কারণে আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে ইচ্ছা করে। সেই কারণে আমার মনে যাই চলবে, আমি আপনাকে জানাব... কিন্তু জানি না, জানি না, কী যে হচ্ছে আমার নিজেরই জানা নেই।'                                                  


এদিনের সাংবাদিক বৈঠকে শিজান খানের পরিবারের তরফে দাবি করা হয়েছে, মেয়ের মানসিক স্বাস্থ্যের প্রতি কোনও নজরই দিতেন না তুনিশার মা। ছোট থেকেই তাঁকে কাজ করতে বাধ্য করা হত এবং সেই নিয়ে তিনি সবসময়েই চাপে থাকতেন বলেও অভিযোগ উঠেছে। মিডিয়ার কাছে অভিযুক্ত শিজানের মা বলেন, 'তুনিশার মায়ের সঙ্গে আমরা দেখা করে তাঁদের সম্পর্ক ভাল করার চেষ্টা করেছিলাম। ওঁর মানসিক স্বাস্থ্য ভাল করার জন্য চিকিৎসার প্রয়োজন ছিল। পরে, তুনিশা আর ওঁর মা এসে ডাক্তারের নম্বরও চেয়েছিলেন।'                                                                         


আরও পড়ুন: Tunisha Sharma Death Case: সাংবাদিকদের মুখোমুখি শিজান খানের পরিবার, অস্বীকার একাধিক অভিযোগ


গত ২৪ ডিসেম্বর মাত্র ২০ বছর বয়সী অভিনেত্রী তুনিশা শর্মাকে তাঁর শ্যুটিং সেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অভিনেত্রীর সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজানকে শনিবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।