Poco C50: অবশেষে ভারতে পোকো সি৫০ (Poco C50) লঞ্চের দিন ঘোষণা করল পোকো (Poco Mobiles) সংস্থা। জানা গিয়েছে এই ফোন ৩ জানুয়ারি ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে পোকো সি৫০ ফোন। ইতিমধ্যেই যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে হাল্কা নীল রঙে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০ ফোন। অনুমান করা হচ্ছে, পোকো 'সি' সিরিজের এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশেই থাকবে। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বা নির্দিষ্ট দাম সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
পোকো সি৫০ ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে ৬.৫২ ইঞ্চির একটি ডিসপ্লে। তার মধ্যে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইনও থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মনে করা হচ্ছে এই ফোনে একটি IPS LCD প্যানেল থাকতে পারে যেখানে HD Plus রেজোলিউশন থাকবে এবং রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও একটি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকারও সম্ভাবনা রয়েছে। অন্যান্য কনফিগারেশনেও পোকো সি৫০ ফোন লঞ্চ হতে পারে।
- পোকো সংস্থার আসন্ন এই ফোনে একটি ৫০০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১০ ওয়াটের চার্জিং স্পিডের সাপোর্ট থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইউজারদের নিরাপত্তার জন্যই এই ফিচার রাখা হবে। এছাড়াও এই ফোনে Android 12 Go Edition out of the box- এর সাপোর্ট থাকতে পারে।
Redmi Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ ৫জি সিরিজ। আগামী ৫ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, ভারতে রেডমি নোট ১২ ৫জি সিরিজের মধ্যে রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে 'প্রো প্লাস' মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। ইতিমধ্যেই রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে।
আরও পড়ুন- রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে কী ক্যামেরা সেনসর থাকবে? লঞ্চের আগে ফাঁস ফিচার