মুম্বই: অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)-র আত্মহত্যাকাণ্ডের চার্জশীটে এবার সহ অভিনেতা শীজ়ান খানের নাম। ৫২৪ পাতার যে চার্জশীট ওয়ালিভ পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার ভাসাই আদালতে পেশ করা হয়েছে, তাতে নাম রয়েছে অভিনেতার। ইতিমধ্যেই আইনি হেফাজতে রয়েছেন শীজ়ান।
গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ খ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার। অভিনেত্রীর মা অভিযোগ করেছিলেন, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন প্রেমিক শীজ়ান খান। তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেত্রী প্রেমিক শীজ়ান খানকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোনও। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়া পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Swara Fahad Marriage: হবু বরকে 'ভাই' বলে সম্বোধন, নিজের বিয়েতে স্বরাকে নিমন্ত্রণও করেছিলেন ফাহাদ!
শীজ়ানের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। বোম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদনও করা হয়েছিল। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। এর আগে জানুয়ারির ১৩ তারিখে ভাসাই আদালত শীজ়ানের জামিনের আবেদন খারিজ করেছে। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আজই।
গত ২৪ ডিসেম্বর, ২০২২ ছবির সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তুনিশার। রূপটান ঘরের শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছিল দেহ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এই ঘটনার পরের দিনই প্রেমিক শীজ়ান খানকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, আত্মহত্যার ঘটনার আগেই তুনিশার ঘরে গিয়েছিলেন শীজ়ান খান। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিধ্বস্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। সম্ভবত এর পরেই আত্মহত্যা করেন অভিনেত্রী।