অডিশনে ষাট জনের বেশি প্রতিযোগীকে হারিয়ে বিশাল ভরদ্বাজের সিনেমায় সুযোগ পেলেন রাধিকা মদান
এই ছবিগুলি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝলক দিখলা যা-তেও রাধিকাকে দেখা গিয়েছে।
দিল্লির বাসিন্দা রাধিকার জন্ম দিল্লিতে ১৯৯৫ সালে।
মেরি আশিকি তুমসে হো সিরিয়ালে দুরন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন রাধিকা।
এই সিনেমায় রাধিকার সঙ্গে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভার ও অভিনেত্রী সান্য মালহোত্রকে।
ছুরিয়াঁ নামে এই সিনেমার শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে। সিনেমার জন্য প্রচুর পরিশ্রম করছেন বিশাল। সিনেমা দুই বোনের কাহিনী অবলম্বনে।
অডিশনে অভিনয় দক্ষতা ও সৃষ্টিশীল মানসিকতার পরিচয় দিয়ে রাধিকা পরিচালককে প্রভাবিত করতে সফল হন।
জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বিশাল ভরদ্বাজ তাঁর আগামী সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন। এজন্য ৬০ জনের বেশি তরুণীর অডিশন নিয়েছিলেন তিনি।
এই সুযোগ কিন্তু একেবারেই সহজ ছিল না রাধিকার কাছে। এক-দুজন নয়, ৬০ জনের বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে রূপোলি পর্দায় অভিনয়ের এই সুযোগ পেয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূর্ণ হতে চলেছে রাধিকা মদানের। টেলিভিশন অভিনেত্রী হিসেবে পরিচিত রাধিকাকে তাড়াতাড়ি দেখা যাবে বড় পর্দায়। রাধিকা মদনের আজ জন্মদিন। এমন একটা তিনি তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে এটা খুশির খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -