কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ আটের (Aakash Aath) জনপ্রিয় আধ্যাত্মিক অনুষ্ঠান 'মেয়েদের ব্রতকথা'য় (Meyeder Bratakotha) নিয়ে আসছে নতুন গল্প 'সাবিত্রী মায়ের ব্রতকথা' (Savitri Maa Er Bratakotha)। 


আসছে 'সাবিত্রী মায়ের ব্রতকথা'


আকাশ আটের 'মেয়েদের ব্রতকথা'র চতুর্থ গল্প আসতে চলেছে, নাম 'সাবিত্রী মায়ের ব্রতকথা'। চ্যানেলের এই আধ্যাত্মিক অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।


'সাবিত্রী মায়ের ব্রতকথা' মূলত দেবী সাবিত্রীর অজানা গল্প তুলে ধরবে। মহাভারতের 'বনপর্ব'-র গল্পে ব্রহ্মার স্ত্রী তথা সূর্যপুত্রী দেবী সাবিত্রীর আশীর্বাদে যমের কবল থেকে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন রাজকুমারী সাবিত্রী। সেই থেকে সতী ও সাবিত্রী নাম দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। আমাদের শাস্ত্র ও পুরাণের নানা আখ্যানে বারবার ফিরে এসেছে পঞ্চসতীর কথা। কথিত আছে, যেমন যখনই অধর্মে পৃথিবী ছেয়ে যায় তখনই দুষ্টের বিনাশ ও ধর্মের পুনর্স্থাপন করতে বারবার অবতার রূপে আবির্ভূত হন শ্রীবিষ্ণু। ঠিক তেমনই যখনই সমাজে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হয়, তার সতীত্বকে অসম্মান করা হয় তখনই দেবী সাবিত্রীর আশীর্বাদে কোনও না কোনও সতী নারীর জন্ম হয় এই পৃথিবীতে। তার কর্মের মাধ্যমে সে বারবার স্মরণ করিয়ে দেয় সতী নারীর থেকে বড় কোনও শক্তি এই পৃথিবীতে নেই।                                    


ধারাবাহিকের কল্পিত আখ্যানেক পটভূমি 'সাবিত্রীগড়'। সেখানেও রয়েছে সাবিত্রী মায়ের একটি থান। গল্পের মুখ্য চরিত্র লাবণ্য দেবী সাবিত্রীর আশীর্বাদ ধন্যা। কালের মায়ায় সত্যবানের মতো লাবণ্যের স্বামীও বিবাহের এক বছরের মধ্যে মৃত্যুমুখে পতিত হবে তেমনটাই বিধির বিধান। কিন্তু লাবণ্য বিশ্বাস করে নিজের সতীত্বের তেজে ও কর্মফলের মাধ্যমে সে এই ভাগ্যের বিধানকে পরিবর্তন করতে পারবে। লাবণ্য জীবনের নানা ঝড়ঝাপ্টার মধ্যেও সাবিত্রীর ব্রত পালনে অবিচল থাকে। স্বামীর প্রাণরক্ষা করে ফের সতী হিসেবে সমাজের সামনে সে এক দৃষ্টান্ত তৈরি করে। দেবী সাবিত্রীর মাহাত্ম্যের কথা লাবণ্যের মাধ্যমে আরও একবার দিকে দিকে ছড়িয়ে পড়ে। 


আরও পড়ুন: Happy Birthday Nusrat Jahan: 'প্রিয় মানুষ' নুসরত জাহানের জন্মদিনে 'দুর্দান্ত' শুভেচ্ছা যশের


প্রসঙ্গত, ২০২১ সাল থেকে শুরু হয়েছে 'মেয়েদের ব্রতকথা' অনুষ্ঠানটি। এর মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে আঞ্চলিক ঐতিহ্য এবং আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোকিত করা।