কলকাতা: প্রথম সারির বিনোদন চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' পূর্ণ করল ৫০০ পর্ব। সেটেই কেক কেটে হল উদযাপন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল সেলিব্রেশনের ভিডিও। কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? 


'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের ৫০০ পর্ব পার


ধারাবাহিকের শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউল। কলাকুশলীদের দিনের বেশিরভাগ সময়েই কেটে যায় ফ্লোরে। আর সেই ভালবাসার ধারাবাহিকই যখন পায়ে পায়ে ৫০০ পর্ব পার করে ফেলে তখন সেলিব্রেশন তো মাস্ট। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' পূর্ণ করল ৫০০ পর্ব। সেটেই হল সেলিব্রেশন। 


'অনুরাগের ছোঁয়া'র ফ্লোরে ঠিক যেন উৎসবের আমেজ। ৫০০ পর্ব পার করে হাজির হল একাধিক কেক। 'অনুরাগের ছোঁয়া' পরিবারের দুই খুদে সদস্যাকে সামনে রেখে কেক কাটলেন সকলে। কেক কেটে, হুল্লোড়ে, আনন্দে, উচ্ছ্বাসে কাটল দিন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ উদযাপনের ছবি পোস্ট করলেন ধারাবাহিকের অন্যতম মুখ্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সেই সঙ্গে পোস্ট করলেন একটি ভিডিও। 


 




কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?


ধারাবাহিকে এখন দীপা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মিশকা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে লাবণ্যের আবেগের সুযোগ নেয়। সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে সে একটা রাত থাকতে চায় সেখানে। এদিকে দীপা ভালই বুঝতে পারে যে এটা এক রাতের গল্প নয়। কিন্তু লাবণ্য মুখে না বললেও, তাঁর মনের ইচ্ছাকে সম্মান দিয়ে মিশকার থাকার প্রসঙ্গে রাজি হয়। ধীরে ধীরে মিশকা নিজের আসল রূপ ধরতে থাকে, সেনগুপ্ত বাড়িতে যে আসলে পাকাপাকিভাবে থাকতে চায় সেই ইচ্ছা প্রকাশিত হয়। কিন্তু দীপা ও সেনগুপ্ত পরিবার, মিশকার আসল সত্য জানার পর একে অপরের হাত ধরে। তারা বুঝিয়ে দেয় যে যাই ঝড়ঝাপ্টা আসুক, গোটা পরিবার একসঙ্গে তার মোকাবিলা করতে প্রস্তুত। 


আরও পড়ুন: 'Roopsagore Moner Manush': নতুন চরিত্রের আগমন 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে, রুকমার পাশে এবার দেখা যাবে সায়নকে


প্রসঙ্গত, এর আগে দূরত্ব তৈরি হয়েছিল সূর্য ও দীপার মধ্যে। এমনকী তাদের সম্পর্কের তিক্ততা গড়ায় বিচ্ছেদের দিকেও। কিন্তু নববর্ষে ফের যেন নতুন করে প্রাণ ফিরে পায় তাদের সম্পর্ক। সূর্য বাড়ির সবার জন্য উপহার নিয়ে আসে। দীপার জন্যও সে লুকিয়ে আনে বিশেষ উপহার। এখন তারা একজোট মিশকার সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial