কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ (Sohag Chand ) এবার নয়া মোড়। এক ধাক্কায় বছর ৬ এগিয়ে গেল ধারাবাহিকের গল্প। কোথায় গিয়ে দাঁড়াবে তাঁদের সম্পর্ক এবার? আরও দূরত্ব বাড়ল তাঁদের মধ্যে? (Daily Serial Update)


সোহাগ ও চাঁদের সম্পর্কে নতুন মোড়, ৬ বছরে কী বদল এল?


ধারাবাহিকের গল্পে ৬ বছর পেরিয়ে গেল। সোহাগ আর চাঁদের মধ্যে নেই কোনও সম্পর্ক। কাউকে না জানিয়ে বর্ধমানের বাড়ি ছেড়ে চলে যায় সোহাগ। চলে যায় এক অন্য শহরে থাকতে। তার সম্বল বলতে আছে একটাই মানুষ, তার মেয়ে চরকি। অবশ্য চরকি আর কেউ নয়, সে সোহাগ আর চাঁদেরই মেয়ে। যদিও এই সত্যিটা চাঁদের অজানা।


ভাগ্যের বশে, চরকি আর চাঁদ একদিন মুখোমুখি হয়। পেশাগত দিক থেকে চাঁদ এখন একজন বড়মাপের উদ্যোক্তা। তার ক্রিকেট অ্যাকাডেমি পুরোদমে চলছে। বিভিন্ন জায়গায় সে জমি নিয়ে রেখেছে তার অ্যাকাডেমি খোলার কাজের জন্য। এমনই একটা জমিতে চরকি তার বন্ধুদের নিয়ে কুস্তি শিখতে আসে। চরকির কানে যখন আসে যে চাঁদ এই জমিতে তাদের প্রবেশ বন্ধ করে দিতে চাইছে, সে চ্যালেঞ্জ করে চাঁদকে - 'আগে কুস্তিমাত করো, তারপর জমির স্বপ্ন দেখ'।


পুরো বিষয়টা মজার ছলে নিয়ে চাঁদ ঠিক করে চরকির চ্যালেঞ্জটা সে গ্রহণও করবে, তাতে উত্তীর্ণও হবে। অপরদিকে দেখা যায় সোহাগ এক মন্দিরে প্রার্থনায় মগ্ন। কিন্তু যে মুহূর্তে চরকি আর চাঁদ একে অপরকে দেখে, সোহাগের মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, এমন এক ভাব আসে, যা সে নিজেও ব্যক্ত করতে পারে না। তবে কি চরকির জন্যই সোহাগ আর চাঁদ, একে অপরকে ফিরে পাবে?


আরও পড়ুন: KKR Celebrations: শাহরুখের গানে 'লুট পুট গয়া' আন্দ্রে রাসেল, সঙ্গী অনন্যা পাণ্ডে, ভাইরাল KKR-এর সেলিব্রেশনের ভিডিও


'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে 


সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। এখন সেই বিয়েই বিচ্ছেদের দোরগোড়ায়। কী হবে সোহাগ ও চাঁদের সম্পর্কের ভবিষ্যৎ? দেখুন প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।