কলকাতা: জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মিত্তিরবাড়ি'।  দেবালয় ভট্টাচার্যের সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ছোট ‘ইন্দু’র ভূমিকায় অভিনয় মন জয় করেছিলেন যে পারিজাত চৌধুরী, তিনিই থাকছেন এই সিরিজের নায়িকার ভূমিকায়। নায়কের ভূমিকায় থাকছেন আদৃত রায়। প্রসঙ্গত, বেশ কিছুদিনের বিরতির পরে ধারাবাহিকে মুখ্যভূমিকায় ফিরছেন আদৃত। শোনা যাচ্ছিল, তিনি জুটি বাঁধতে পারেন সৃজা-র সঙ্গে। ইতিমধ্যেই দেবের সঙ্গে দুটি সিনেমায়া অভিনয় করে ফেলেছেন সৃজা। তবে অবশেষে জানা গেল, সৃৃজা নয়, পারিজাতের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন আদৃত। এই ধারাবাহিকে দাদু ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন দুলাল লাহিড়ি ও অনুরাধা রায়। ধারাবাহিকে পারিজাতের চরিত্রের নাম জোনাকি ও আদৃতের চরিত্রের নাম ধ্রুব।


এই ধারাবাহিকের গল্প একটি একান্নবর্তী বাড়ি ও পরিবারের গল্প বলবে যেখানে মানুষ তাঁর শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। কেরিয়ারের চাপে, উচ্চাশার চাপে মানুষ যখন ভুলতে বসেছে নিজেদের শিকড়, তখনই এই ধারাবাহিক মানুষকে মনে করিয়ে দেবে পরিবার, ঐতিহ্য আর ছোটবেলার সমস্ত স্মৃতির কথা। জোনাকি চায়, মিত্তির বাড়ির যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনা। মিত্তির বাড়ি মানেই সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ আর মজা করে বাঁচা, সেটাই চায় জোনাকি। আর সেই উদ্দেশেই মিত্তির বাড়িকে আবার একত্রিত করতে চায় সে। জোনাকি কি পারবে তাঁর উদ্দেশ্যকে সিদ্ধ করতে? সেই গল্পই বলবে মিত্তিরবাড়ি। এখননও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিকের প্রোমো। 


অনেকদিন থেকেই নাকি ছোটপর্দায় ডাক পাচ্ছিলেন পারিজাত, তবে মনে ধরছিল না কোনও গল্পই। অবশেষে আদৃতের সঙ্গে জুটি বাঁধছেন পারিজাত। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এই সিরিজের মূখ্যচরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এই ইন্দুবালার ছোটবেলার চরিত্রেই অভিনয় করে নজর কেড়েছিলেন পারিজাত। আর এবার দর্শকেরা নতুন চরিত্রে দেখবেন তাঁকে। নির্মাতাদের আশা দর্শকদের খুব ভাল লাগবে নতুন এই জুটিকে। অন্যদিকে আদৃতের সঙ্গে সৌমিতৃষার জুটি খুব হিট ছিল। নতুন জুটির রসায়ন কতটা জমে সেটাই এখন দেখার।


 


আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: ৫০ বছরেও এত ঝলমলে ত্বক আর চুল! এমন কী যত্ন নেন ঐশ্বর্য্য?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।