কলকাতা: প্রথম ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কেড়েছিলেন নজরও। আর সেই জনপ্রিয়তাই তাঁকে ফিরিয়ে এনেছে নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে। আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। ছোটপর্দার এই অভিনেত্রীকে আপাতত দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক 'মিঠিঝোরা' (Mithijhora)-তে। এর আগে, ধারাবাহিক 'খেলনাবাড়ি'-তে মিতুলের চরিত্রে দর্শকদের মনজয় করেছিলেন তিনিয সদ্য জন্মদিন পালন করলেন অভিনেত্রী। জানেন কত বয়স হল তাঁর?
দর্শকদের প্রিয় হলেও, পর্দার 'মিতুল'-এর বয়স কিন্তু পেরোয়নি ২০-র গন্ডিও। গতকালই জন্মদিন গিয়েছে আরাত্রিকা। ১৯ বছরের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের রাতে ঘরোয়া উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিনের রাতেই কেক কেটে উদযাপন করেছিলেন তিনি। তবে পরেরদিন যথারীতি শ্যুটিং ছিল আরাত্রিকার।
সেটে অনেকের থেকেই ছোট তিনি। ফলে প্রিয় নায়িকার জন্মদিনে কোনও খামতি রাখেননি আরাত্রিকার সহ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য সদস্যরাও। শ্যুটিংয়ের মধ্যেই আনা হয়েছিল কেক। বেগুনি লেহঙ্গায় সেই কেক কাটেন আরাত্রিকা। তাঁকে আদরে-ভালবাসায় ভরান বাকিরাও। কাজের ফাঁকেই তাঁর জন্মদিন উদযাপন হয় এভাবেই। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ারও করে নিয়েছেন নায়িকা। ক্যাপশানে লিখেছেন, 'নিজের মানুষদের সঙ্গে কাটানো জন্মদিন।'
সদ্য প্রকাশ্যে এসেছিল এই ধারাবাহিকের প্রোমো। সেখানেই স্পষ্ট হয়েছিল, ৩ বোনের ভালবাসা ও সংসারের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক। এর আগে, খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করছিলেন আরাত্রিকা। এবার এই ধারাবাহিকে তাঁর সঙ্গে থাকছেন দুই নায়িকা। ধারাবাহিকের ঝলকে গল্পের যা আভাস পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরাত্রিকা বাড়ির বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। বাবা তাঁর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন।
কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাঁদের বাবা। আরাত্রিকার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তার সঙ্গেই দেবাদৃতার বিয়ে দিতে উদ্যত হয় আরাত্রিকা। সংসারের জন্য এই বলিদান কি মনে রাখবে আরাত্রিকার পরিবার? সেই গল্পই নিয়ে আসবে 'মিঠি ঝোরা'। এখন শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের সম্প্রচারও।
আরও পড়ুন: Shruti Das: মেকআপ করতে গিয়ে চোখে জল.. 'রাঙাবউ'-এর শেষদিনের শ্যুটিংয়ে কী করেছিলেন শ্রুতি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।