কলকাতা: প্রেমের মরশুম। চারিদিকে ভালবাসার ছড়াছড়ি। শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহও। আর সেই সঙ্গে তাল মিলিয়ে কালার্স বাংলাও (Colors Bangla) তৈরি 'ভ্যালেন্টাইন্স সপ্তাহ' পালন করতে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যানেলের একাধিক ধারাবাহিকে চলছে 'লভ কাল পরশু' (Love Kal Porshu) সপ্তাহ। অপ্রত্যাশিত স্থানে প্রেমের বিচ্ছুরণ, রোম্যান্সের ছোঁয়া হৃদয়ে। 


'সোহাগ চাঁদ' (Sohag Chand)


সোহাগের বাড়িতে জোর কদমে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। কিন্তু এই সমস্ত হুল্লোড় আনন্দের মধ্যেও চাঁদের মন খারাপ কারণ তাদের বন্দ্যোপাধ্যায় বাড়ি এখন দুর্যোধন মণ্ডলের দখলে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে তৈরি করে রোম্যান্টিক পরিবেশ। জুটিতে সকলে নাচের আনন্দে মেতে ওঠেন। সেই সঙ্গে সোহাগের নাম করে চাঁদের সঙ্গে মজাও করা হয়, ওঠে তাদের বিয়ের ইচ্ছার কথাও। সোহাগ মজার ছলে সন্তর্পণে নিজের ভালবাসার কথা এড়িয়ে যায়, এবং চাঁদকেই এই খেলা এগিয়ে নিয়ে যেতে বলে। চাঁদ কিছু বুঝে ওঠার আগেই সোহাগ সাহায্য করে সায়ন ও খোওয়াইকে জিততে। ইঙ্গিত স্পষ্ট হয় যে তারা একে অপরকে পছন্দ করে। সোহাগ হেসে তাকায় চাঁদের দিকে। কিন্তু রাতের শেষে সায়ন ও খোওয়াই শহরের নতুন জুটি হয়ে ওঠে। প্রেমের সপ্তাহেই তাদের প্রেমকাহিনি শুরু হতে চলেছে। 


'ফেরারি মন' (Pherari Mon)


অগ্নি ও তুলসি এখন উত্তেজিত তাদের কলেজের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিয়ে। কিন্তু তাদের আনন্দের সময় ঝড় বয়ে আনল রেজাল্ট। জানা গেল তুলসি সফলভাবে ঊত্তীর্ণ হলেও অগ্নি অসফল। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ে তাদের সম্পর্কে। কিন্তু পরিস্থিতি আরও বেসামাল হয়ে ওঠে যখন পার্টিতে তুলসির বোন তিতির হয়রানির শিকার হয় এবং দুর্ঘটনার মুখে পড়ে। তুলসি যখন এই চ্যালেঞ্জের মুখোমুখি তখন নতুন সমস্যা তার ধৈর্য্যের পরীক্ষা নিতে শুরু করে। 


'রাম কৃষ্ণা' (Ram Krishnaa)


এ যেন উলটপুরাণ! তড়িঘড়ি করে রামের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করে কৃষ্ণা। মজার ছলে তুলতুলির সঙ্গে সংঘর্ষের শুরু। তুলতুলির একাগ্রতা সত্ত্বেও, কৃষ্ণা জয়ী হয় কারণ সমস্তই রামের সাজানো ছিল। কৃষ্ণাকে এবার চমকে দিয়ে সারপ্রাইজ ভ্যালেন্টাইন্স ডে পার্টির আয়োজন করে রাম। নিজের ভালবাসার জানান দেয় সে। হাসি-ঠাট্টা-মজার মধ্যে ভালবাসায় কাটে তাদের দিন। 


আরও পড়ুন: Samadipta Mukherjee Wedding: ছাদনাতলায় সমদীপ্তা, ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা


'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)


'অটো-মেয়ে-টিক' উত্তেজনায় ভরপুর কারণ সকলেই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত। টুম্পি অনেক কষ্টে মেঘনাকে রাজি করায় ঠিক ছোটবেলার মতো শাড়ি পরতে। এদিকে শাড়ি পরতে গিয়ে হিমশিম মেঘনা। যা দেখে পুরনো দিনের কথা মনে করে হাসি ধরে রাখতে পারে না আবির। এই উৎসবের আবহে আবির বুঝতে পারে সরস্বতী পুজো উপলক্ষ্যে টুম্পার সাজ দেখে মোহমুগ্ধ সে। পরে টুম্পাকে গোলাপ দিয়ে আদুরে সারপ্রাইজ দেয় সে, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে-র কথা মনে করে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।