কলকাতা: নিজের শরীর যেমনই হোক, দেহের কাঠামো যেমনই হোক, তাকে ভালবাসতে হবে, নিজেকে নিজে ভালবাসতে জানলে তবেই তো বাকিরা ভালবাসবে! এখন একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি, 'বডি পজিটিভিটি' (Body Positivity)। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে 'কালার্স বাংলা'র (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। সেই ধারাবাহিকে এবার অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন শো। কোনদিকে মোড় নেবে গল্প?


'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্পে এবার নতুন মোড়


অবশেষে হাজির হতে চলেছে সেই দিন। 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে দেখা যাবে ফ্যাশন শো। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিযোগীদের 'ওয়েস্টার্ন' পোশাকে দেখা যাবে। ধারাবাহিকে যে ফ্যাশন শো দেখানো হবে তা সাধারণ যেকোনও বিউটি কনটেস্টের থেকে একেবারে আলাদা, দৃষ্টান্ত বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাশন নিয়ে প্রচলিত সমস্ত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে সোহাগ। 


পাশ্চাত্যের পোশাক অর্থাৎ ওয়েস্টার্ন ওয়্যার পরার রাউন্ডে প্রতিযোগীদের ঝলমলে দেখায় যদিও সবকিছুর ওপরে কমনীয়তা সর্বোচ্চ রাজত্ব করে। যদিও আসল পরীক্ষা অপেক্ষা করছে দ্বিতীয় রাউন্ডে। সোহাগের অপরিমেয় আত্মবিশ্বাস কি সমস্ত সামাজিক বেড়াজাল ভেঙে দিতে পারবে? সমাজের কাছে সৌন্দর্য্য, বয়সের গণ্ডি, গায়ের রং, উচ্চতা বা রোগা-মোটা হওয়া নিয়ে সংজ্ঞা রয়েছে তার বদল ঘটাতে পারবে সোহাগ?


তবে ধারাবাহিকে যে ফ্যাশন শো দেখানো হবে তা দুর্দান্ত, দুর্ধর্ষ, চোখ ধাঁধানো হতে চলেছে বলেই দাবি নির্মাতাদের। এই শোয়ের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন লোপামুদ্রা মিত্র, পায়েল সরকার, মধুরিমা বসাক। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সোহাগের সফরের গল্প যত প্রকাশ্যে আসবে ততই উত্তেজনার পারদ চড়বে। প্রতিযোগিতায় কি জয়ী হতে পারবে সোহাগ? 'বডি শেমিং' বা শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার যে রোগ মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তার অবসান ঘটাতে পারবে সোহাগ? সকলকে নিয়ে একসঙ্গে পথচলার নতুন যুগের সূচনা ঘটাতে সক্ষম হবে সে? এই সমস্ত উত্তরই মিলবে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়। 


আরও পড়ুন: Made In India: ভারতীয় সিনেমার জন্ম ও বৃদ্ধির গল্প এবার বড়পর্দায়, নতুন ছবি 'মেড ইন ইন্ডিয়া'র ঘোষণা রাজামৌলির


'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে


সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial