কলকাতা: বাঙালির শীতকাল মানেই যেন নতুন গুড়ের গন্ধ, পিঠে-পাটিসাপটার সুবাস। পৌষ সংক্রান্তিতে ভোজনরসিক বাঙালির মিষ্টিমুখ হবে না তাও কি হয়! আর সেই ছোঁয়া যেন লাগল ছোটপর্দাতেও। জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকারা মাতলেন পিঠেপুলি উৎসবে। আর সেই ঝলকই তুলে ধরল এবিপি লাইভ (ABP Live)। 


নিম ফুলের মধু


ধারাবাহিকে 'নিম ফুলের মধু'-তে পালন হচ্ছে পৌষ উৎসবের বিশেষ পর্ব। পর্ণা-রুচিরা আর ইশার কলেজের বন্ধু অনুভব পর্ণার ব্যবসা শাড়ি-কথার জন্য একটি বিশেষ ফটোশ্যুট করেছিল। ঠাম্মির নির্দেশেই এই ফটোশ্যুট করেছিল অনুভব তাও একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য। তা শেষ হওয়ার পরে, সৃজন চায় সে চলে যাক। কিন্তু তা হয়ে ওঠে না। এরপরে, বাড়িতে পালন হয় পিঠে-পুলি উৎসব। আর বাড়িতে যখন খুশির আমেজ, তখনই সৃজন জানতে পারে, পর্ণার ছবি বিকৃত করে ব্যবহার করা হচ্ছে কুরুচিপূর্ণ ভাবে। পৌষ সংক্রান্তিতেই নতুন বিপদ ঘনিয়ে আসে বাড়িতে।




মিলি


পৌষ সংক্রান্তিতে প্রথমবার, নিজের হাতে পিঠে বানানোর চেষ্টা করে মিলি। খাবার নষ্ট হওয়া নিয়ে, ছোটমামীর অনেক কটাক্ষ পেরিয়ে, শেষমেষ একটা এক্কেবারে ঠিকঠাক পিঠে বানিয়ে ফেলে সে। সুগৃহিনীর মতোই। এই সমস্ত সময়ে, মিলির পাশে দাঁড়ায় অর্জুন। প্রথম পিঠে অর্জুনকে খাইয়েও দেয় মিলি। কিন্তু শাশুড়ি নীলিমাকে পিঠে দিতে গিয়েই ঘটে এক কাণ্ড। মিলির তৈরি পিঠে কি নীলিমা খাবে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।




জগদ্ধাত্রী


ধারাবাহিক জগদ্ধাত্রীতেও পৌষ-পার্বণের ছোঁয়া। কৌশিকী মুখোপাধ্যায়ের অফিসে পিঠে-পুলি উৎসবের আয়োজন করে জগদ্ধাত্রী। তার পরিকল্পনা ছিল, কৌশিকী ও জগদ্ধাত্রীকে অপহরণের পিছনের আসল দোষীকে খুঁজে বের করা। সেই লক্ষ্য কি পূরণ হবে জগদ্ধাত্রীর? উত্তর মিলবে ধারাবাহিকে।




মিঠিঝোরা


রাইপূর্ণার আয়োজনে বিশাল পিঠেপুলি উৎসব। শুধু খাওয়া-দাওয়া নয়, আয়োজন হল নাচ-গানেরও। রাইয়ের আমন্ত্রণে এদিনের অনুষ্ঠানে সামিল হল, মেঘ-ময়ূরী, শিমুল ও  তার বন্ধুরা, সৃজন, ছোট্ট পুপুল এবং রাধা, মিলি-অর্জুন, সোমরাজ-তিতির। থাকছেন সঙ্গীতশিল্পী অঙ্কিতা ও পৌষালীও। তবে নীলু ও শৌর্য্য কি হাজির থাকবে অনুষ্ঠানে? তার উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। 




আরও পড়ুন: Bengali Serial Exclusive: সেটেই পড়াশোনায় ব্যস্ত 'রানি', 'নায়িকার সঙ্গে প্রেমের গুজব নিয়ে মজা করি', বলছেন অর্কপ্রভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।