কলকাতা: ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে ধারাবাহিক, তাই ফিরতে চলেছে জি-বাংলার পর্দায়! অথচ অভিনেত্রী তো এখন ব্যস্ত বড়পর্দা ও ওয়েব সিরিজের কাজ নিয়ে। তাহলে ফের কেন ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত?
নাহ... ছোটপর্দায় দিতিপ্রিয়া ফিরছেন বটে, তবে নতুন কোনও চরিত্রে নয়। জি-বাংলায় ফের সম্প্রচারিত হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে সম্প্রচার হয়েছিল শুধু তাই নয়, টিআরপির তালিকাতেও বেশ উপরের দিকে থাকত বছরের পর বছর। এই ধারাবাহিকে এক্কেবারে ছোট থেকে তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে। একেবারে ছোট রানির চরিত্রে প্রথমে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে।
তবে সেই সময়ে মোটে ই ভাবা হয়নি যে গোটা ধারাবাহিকেই রাখা হবে দিতিপ্রিয়াকে। প্রাথমিক পরিকল্পনা ছিল, 'রাণী রাসমণি'-র ছোটবেলার চরিত্রে দেখা যাবে তাঁকে। পরে, সময়ের সঙ্গে সঙ্গে দেখানো হবে 'রাণী রাসমণি'-র বিভিন্ন বয়সকে। তখন সেই জায়গায় নিয়ে আসা হবে পরিণত কোনও অভিনেত্রীকে। কিন্তু ছোট রাসমণির চরিত্রেই দিতিপ্রিয়া এতটা জনপ্রিয়তা পান যে মত বদলায় প্রযোজনা সংস্থা।
'রাণী রাসমণি'-র বিভিন্ন বয়সের ছবিতে তুলে ধরা হয় দিতিপ্রিয়াকেই। চেহারার প্রয়োজনীয় পরিবর্তন করতে কেবল নেওয়া হয়েছিল মেকআপের সাহায্য। দেড় হাজার পর্ব চলেছিল এই ধারাবাহিকের। পরবর্তীকালে, 'রাণী রাসমণি'-র মৃত্যুর পরেও মা সারদার জীবনী নিয়ে এগিয়ে গিয়েছিল এই ধারাবাহিক। তবে জি বাংলার অন্যতম সফল ধারাবাহিক বলে এখনও গণ্য করা হয় 'রাণী রাসমণি'-র নাম।
এই ধারাবাহিকে দীর্ধ অভিনয় আলাদা করে নজরে এনেছিল দিতিপ্রিয়াকে। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত দিতিপ্রিয়া। তবে এই ধারাবাহিক যেন তাঁকে অনেকটা পরিণত করেছিল। এরপরে 'আয় খুকু আয়'-এর মতো ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র সঙ্গে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছে তাঁর অভিনয়। এরমধ্যে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র পরিচালিত 'রাজনীতি' ওয়েব সিরিজটি অন্যতম। আগামীতেও ছবি ও ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এখনই অভিনেত্রীর ছোটপর্দায় নতুন চরিত্রে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।