কলকাতা: সম্প্রতি চলার পথে ১০০ পর্ব পূর্ণ করল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishna)। স্বভাবতই সেদিন খানিক উৎসবের মেজাজে ছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। শ্যুটিং সেটেই উদযাপনে মাতেন সকলে।


'রাম কৃষ্ণা' ধারাবাহিকের পথ চলার ১০০ পর্ব পার


শ্যুটিংয়ের ব্যস্ততা তো থাকেই। তারই মাঝে সেলিব্রেশনে ভাটা পড়লে চলে নাকি? সম্প্রতি ১০০ পর্ব পার করল কালার্স বাংলার ধারাবাহিক 'রাম কৃষ্ণা'। ইন্ডোর শ্যুটিংয়ের ফাঁকে কেক কেটে ছবি তুলে হল বিশেষ সেলিব্রেশন। 


১০০ পর্ব পূরণের সঙ্গে সঙ্গেই ধারাবাহিকে এবার নয়া ট্যুইস্ট। দর্শকদের জন্য গল্পে নানা মোড় অপেক্ষা করছে। ধারাবাহিকে দেখা যাবে রামের বাড়িতে তার সঙ্গে এসে পৌঁছয় চিন্টু। কৃষ্ণা অন্যদিকে চিন্টুর জন্য বেজায় খুশি। অপর্ণা নিজের ছেলের মতো তার খেয়াল রাখতে শুরু করে। রামের প্রতি কৃতজ্ঞ বোধ করতে থাকে কৃষ্ণা। 


অন্যদিকে আঁখিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় রোহিনী। দেবজ্যোতি একটা ফন্দি আঁটে। কিন্তু আঁখির জীবন বাঁচায় বিক্রম। তার প্রতি কৃতজ্ঞ হয় আঁখি। অন্যদিকে হাবুলের সাহায্যে একটি ভুয়ো ভিডিও তৈরি করে দেবজ্যোতি, যেখানে দেখা যাচ্ছে আঁখির মৃত্যুর জন্য দায়ী রাম।


ট্যুইস্টের শেষ এখানেই নয়। অম্বা ও তুলতুলি এক অভিনেতার সঙ্গে দেখা করে। তারা ফন্দি আঁটে রামের বাড়ি থেকে কৃষ্ণাকে তাড়ানোর। রামের বাড়িতে এত ভুয়ো ওঝার আবির্ভাব হয়। অম্বা ও তুলতুলির আসল রূপ প্রকাশ্যে আসে। অম্বার গালে সপাটে চড় মারে কৃষ্ণা। কিন্তু এই প্রথম কৃষ্ণার কাজে রেগে যায় রাম, দুঃখ পায় কৃষ্ণা। রোহিনী দেবজ্যোতির থেকে সেই ভুয়ো ভিডিও পায় এবং রামের ওপর বেজায় রেগে যায়। রামের পরিবারের গর্ব ধূলিসাৎ করতে সে এক সাংঘাতিক প্ল্যান করে। রোহিনীর হাত ধরে প্রবেশ করে শুভঙ্কর। সে নিজের পরিবারের জন্য রোহিনীর প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। অম্বার সঙ্গে মিথ্যা প্রেমের নাটক করে শুভঙ্কর। কিন্তু এবার শুভঙ্করের প্রেমে পড়তে শুরু করেছে অম্বা। তারপর? এরপর কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প, জানতে হলে নজর রাখতে হবে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা'য় প্রত্যেকদিন রাত ৮টায়। 


আরও পড়ুন: Biyer Phool: দাদুকে বাড়ি ফিরিয়ে আনতে ফন্দি আঁটে ইচ্ছে ও কলি, কিন্তু এতে হিতে বিপরীত হবে না তো?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial