কলকাতা: আকাশ আটের 'সাহিত্যের সময়' (Shahityer Sera Samay) ধারাবাহিকে এবার নতুন গল্প 'যার যেথা ঘর' (Jaar Jetha Ghor)। মূল কাহিনি আশুতোষ মুখোপাধ্যায়ের (Ashutosh Mukherjee) লেখা। ধারাবাহিকের কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন রাকেশ ঘোষ। পরিচালনা করেছেন সজল বসু। গল্পটা ঠিক কী?


'সাহিত্যের সেরা সময়' ধারাবাহিকে এবার নতুন গল্প 'যার যেথা ঘর'


মেয়েদের জীবনে একটা সূর্যের দরকার, যে জ্বালাবে এবং আলো দেবে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরতি এই সত্য উপলব্ধি করে জীবনের অনেকগুলো দিন পার করে এসে।


বড়লোক অ্যাটর্নির সাহিত্যিক মেয়ে আরতির জীবনটা জুড়ে যায় নিতান্তই অপছন্দের পুরুষ প্রতিবেশী সুনন্দর সঙ্গে। সুনন্দ প্রেমিক, দায়িত্বশীল কিন্তু রোম্যান্টিক নয়। আরও বড়ো সত্য, সুনন্দ নিম্ন মধ্যবিত্ত। সাতের দশকের উত্তাল কলকাতা শহরে পরস্পরের বিপরীতে অবস্থান করা দুই বাড়ির দুই ভিন্ন মেরুর নারী ও পুরুষ সামাজিক বন্ধনে আবদ্ধ হয় ঠিকই কিন্তু তাদের বৈবাহিক জীবনে অনুপস্থিত থাকে সবচেয়ে বড় প্রয়োজনীয় আবেগটা, 'প্রেম'।


এই ঘর, এই সংসার তাই আরতির নিতান্তই অপছন্দের, আরতি তাই তার সূর্যের তেজে শুধুই জ্বলে। জ্বলে পুড়ে ছাই হয়। কিন্তু আলো পায় না। বরং তার জীবনের একমাত্র আলো তার মেজো জামাইবাবু মনোতোষ, যাকে আরতি মনে করে শ্রেষ্ঠ পুরুষ। আরতির অজান্তেই বড় ভুল হয়ে যায় তার বিশ্লেষণে। দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, তন্নিষ্ঠ সুনন্দর অন্তর্লীন প্রেমের আবেগকে সে স্পর্শ করতে পারে না, অন্যদিকে বহিরঙ্গে রোম্যান্টিক, ভদ্রলোক মনোতোষের ছদ্ম-প্রশস্তিতে সে বুঁদ হয়ে থাকে।


আরতি জীবনভর বহু পুরুষ দেখেছে, তার বাবা তপনজ্যোতি, দাদা চঞ্চল, বড় জামাইবাবু অমরেন্দ্র, মেজদির প্রেমিক রমেশ, নিজের স্বামী সুনন্দ - সবাইকে ছাপিয়ে মনোতোষকেই তার মনে হয় সূর্য, মনে হয় আলো।


আরও পড়ুন: 'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের দর্শকও এবার সিসিটিভি-র আওতায়? কী ব্যাপার?


একদিন জালিয়াতির ব্যবসায়ী মনোতোষের মুখোশ খুলে যায়, নখ-দাঁত নিয়ে পুরুষ-শ্রেষ্ঠর আড়াল থেকে বেরিয়ে আসে দানব। একই সঙ্গে অর্থ ও সম্মানের গুণগারের কিনারায় আসে দাঁড়ায় আরতি। জেরবার আরতিকে বরাবরের মতো তীব্র জ্বলনের হাত থেকে উদ্ধার করে আলো দেয় সুনন্দই। আরতি উপলব্ধি করে আসল আলো কোথায়, প্রকৃত সূর্য কে, সত্যের ঘর কোনখানে।


এই ধারাবাহিকে আরতির চরিত্রে অভিনয় করবেন জয়িতা গোস্বামী। অন্যদিকে সুনন্দর চরিত্রে প্রণয় চন্দ্র, মনোতোষের চরিত্রে চন্দ্রনিভ, অমরেন্দ্রের চরিত্রে প্রান্তিক গঙ্গোপাধ্যায়, তপনজ্যোতির চরিত্রে শঙ্কর চক্রবর্তী, কনকলতা মিত্রের চরিত্রে চৈতালী চক্রবর্তী প্রমুখকে দেখা যাবে। ৮ মে থেকে সন্ধ্যা সাড়ে ৭টায়, সোমবার থেকে শনিবার এই ধারাবাহিক দেখা যাবে।


রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন


 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।