কলকাতা: আধুনিক যুগে খুব প্রচলিত কথা 'বডি পজিটিভিটি' (Body Positivity)। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে 'কালার্স বাংলা'র (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। নিজের শরীর যেমনই হোক, দেহের কাঠামো যেমনই হোক, তা দিয়ে নয়, মানুষের বিচার হোক তাঁর অন্তরাত্মা দিয়ে। এই ধারাবাহিকে অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো। কোনদিকে মোড় নেবে গল্প?


দ্বিতীয় রাউন্ডে উপস্থিত 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের ফ্যাশন শো


জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এখন চলছে ফ্যাশন শো। একের পর এক রাউন্ডে নয়া নয়া রূপে সামনে আসছেন ধারাবাহিকের মুখ্য চরিত্র সোহাগ ওরফে অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। বহু প্রতীক্ষিত সেই ফ্যাশন শো উপস্থিত দ্বিতীয় রাউন্ডে। সেখানেও মধ্যমণি হয়ে উঠেছে সোহাগ। স্যুইমস্যুট পরে শোয়ে অংশ নিলেন সোহাগ। কিন্তু সমাজের মতে, তাঁর শারীরিক গঠন একেবারেই স্যুইমস্যুট পরার যোগ্য নয়। কড়া ভাষায় সেই 'বডি শেমিং'-এর (Body Shaming) জবাবও দিতে দেখা যাবে সোহাগকে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাশন নিয়ে প্রচলিত সমস্ত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সোহাগ। 


সোহাগের অপরিমেয় আত্মবিশ্বাস কি সমস্ত সামাজিক বেড়াজাল ভেঙে দিতে পারবে? সমাজের কাছে সৌন্দর্য্য, বয়সের গণ্ডি, গায়ের রং, উচ্চতা বা রোগা-মোটা হওয়া নিয়ে সংজ্ঞা রয়েছে তার বদল ঘটাতে পারবে সোহাগ? ধারাবাহিকের মোড় ঘোরানো মুহূর্ত আসতে চলেছে সামনে। নির্মাতাদের দাবি, সেই মুহূর্ত একেবারেই মিস করা উচিৎ হবে না দর্শকের।


আরও পড়ুন: Mili: বড়পর্দা, ওটিটির পরে এবার ছোটপর্দায় অনুভব, বিপরীতে 'ফড়িং' খেয়ালী


ধারাবাহিকে প্রদর্শিত ফ্যাশন শো যে দুর্দান্ত, দুর্ধর্ষ, চোখ ধাঁধানো হবে, তা আগেই বলেছিলেন নির্মাতারা। হচ্ছেও তাই। এই শোয়ের বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন লোপামুদ্রা মিত্র, পায়েল সরকার, মধুরিমা বসাক। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সোহাগের সফরের গল্প যত প্রকাশ্যে আসবে ততই উত্তেজনার পারদ চড়বে। প্রতিযোগিতায় কি জয়ী হতে পারবে সোহাগ? 'বডি শেমিং' বা শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার যে রোগ মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তার অবসান ঘটাতে পারবে সোহাগ? সকলকে নিয়ে একসঙ্গে পথচলার নতুন যুগের সূচনা ঘটাতে সক্ষম হবে সে? এই সমস্ত উত্তরই মিলবে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial