কলকাতা: এই গল্প স্রোত, ঝোরা আর মহার্ঘ্যর। স্টার জলসায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিক বালিঝড় (BaliJhor)। রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্প লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছেন তৃণা সাহা (Trina Saha), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy), কৌশিক রায় (Koushik Roy) ও ভরত কল (Bharat Kaul)।
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, সমুদ্র সেন একজন রাজনৈতিক নেতা। তিনি রাজনীতি বোঝেন, ক্ষমতা ভালবাসেন ও যথেষ্ট প্রভাবশালী। তাঁর একমাত্র কন্যা ঝোরা। সমুদ্র চান, বর্তমানে ঝোরাই হয়ে উঠুক তাঁর উত্তরাধিকারী। মহার্ঘ্যর চরিত্র একজন অকুতোভয়, মেধাবী রাজনৈতিক যুবকের। সমুদ্র সেনের রাজত্বের পিছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। সমুদ্র তাই চান, পরিবার ও পার্টির সবরকম সুবিধা হবে ঝোরা আর মহার্ঘ্যর বিয়ে দিলে। সেটাই চান তিনি।
অন্যদিকে ঝোরা ঝর্ণার মতোই উচ্ছ্বল-প্রাণবন্ত একটি মেয়ে। সাদামাটা ভাবেই জীবন কাটাতে ভালবাসে না। স্রোতের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। কিন্তু সমুদ্র যখন মেয়ে ঝোরার সঙ্গে মহার্ঘ্যর বিয়ের কথা ঘোষণা করেন, তখনই ওলট পালট হয়ে যায় ঝোরার জীবন। বাকি প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকে।
নিজের নাম নিয়ে মুগ্ধ তৃণা। বলেন, 'আমি কখনও কারও ঝোরা নাম শুনিনি। ভীষণ পছন্দ হয়েছে আমার নামটা। পরে জেনেছি ঝোরা কথার অর্থ ঝর্ণা।' নামকরণ নিয়ে গল্পের লেখিকা লীনা বলেন, 'আমরা খুব ভেবেচিন্তেই চরিত্রদের নামকরণ করেছি। যেখানে বর্ষা, বাদল, বৃষ্টি, ঝড় এই সব খেলা করে। অন্যদিকে গল্পে দর্শনেরও ছোঁয়া থাকবে। তাই কৌশিকের চরিত্রের নাম মহার্ঘ্য।