নয়াদিল্লি: অভিনেত্রী-লেখিকা ট্যুইঙ্কল খন্নার (actress-turned-author Twinkle Khanna) বই থেকে গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ট্যুইঙ্কল খন্নার ২০১৬ সালের অ্যান্থলজি 'দ্য লেডেন্ড অফ লক্ষ্মী প্রসাদ' (The Legend of Lakshmi Prasad) থেকে নেওয়া ছোটগল্প 'সলাম নোনি আপ্পা' (Salaam Noni Appa) এবার আসছে সিনেমা হয়ে।


ট্যুইঙ্কল খন্নার গল্প থেকে সিনেমা


ট্যুইঙ্কল খন্নার লেখা ছোট গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ঘোষণা করা হল সোশ্যাল মিডিয়ায়। ছবির নাম এখনও স্থির হয়নি। অ্যাপ্লস এন্টারটেনমেন্ট, এলিপসিস এন্টারটেনমেন্ট ও ট্যুইঙ্কলের মিসেস ফানিবোনস মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।


এই কাজ নিয়ে বেশ উত্তেজিত ছবির পরিচালক সোনল দেবরাল। তিনি এই গল্পের ব্যাপারে লেখেন, যে এটি 'প্রগতিশীল সংবেদনশীল... বুদ্ধি এবং পর্যবেক্ষণমূলক হাস্যরসে পূর্ণ, যা টুইঙ্কল খন্নার অন্যতম বৈশিষ্ট্য।'


 






পরিচালক আরও বলেন, 'ফিচার ফিল্ম ডিরেক্টর হিসেবে এর চেয়ে ভাল ডেবিউর কথা আমি ভাবতে পারতাম না। এই গল্পটায় জীবন ঢালার অপেক্ষায় রয়েছি, কিন্তু তা হবে এমনভাবে যা অন্যান্য মানুষদের অনুপ্রাণিত করবে অথচ মানুষ ভালবাসবে।'


গল্পের ব্যাপারে


এই ছোট গল্পের ব্যাপারে লেখিকা বলেন, 'আমার দ্বিতীয় বইয়ের এই গল্প মূলত আমার ঠাকুমা ও তাঁর বোনের সম্পর্কের উপর ভিত্তি করে রচিত। এটি প্রথম একটি মিষ্টি নাটক রূপে উপস্থাপিত হয়।' সেই নাট্যরূপে লিলেট দুবে ছিলেন মুখ্য চরিত্রে।


আরও পড়ুন: Mai on Netflix: শোক সরিয়ে কর্তব্য পালন, 'মাঈ' সিরিজে সাক্ষী তনওয়ারের দৃশ্য ভাইরাল


প্রসঙ্গত এই বইয়েরই অপর গল্প 'দ্য স্যানিটারি ম্যান অফ সেক্রেড ল্যান্ড' (The Sanitary Man of Sacred Land) নিয়ে আর বালকি 'প্যাড ম্যান' তৈরি করেন।