চোপড়া, ময়নাগুড়ি : দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের (rape) অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra)।


বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানি

স্থানীয়দের থেকে খবর পেয়ে, মহিলাকে উদ্ধার করে, শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালে এখানেই তাঁকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করায় ওই মহিলা জানান, দু’জন তাঁর ওপর নির্যাতন চালিয়েছে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে, শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানি
অন্যদিকে, জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Moynaguri)  বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। গ্রেফতার হয়েছে অভিযুক্ত। 

আরও খবর :


জ্বালানির জ্বালায় জর্জরিত, পথেই নামছে না বহু বাস, নাকানিচোবানি যাত্রীদের


সন্ধেবেলা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় বিশেষভাবে সক্ষম ওই নাবালিকা। খোজাখুঁজির পর, প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি থেকেই হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। অভিযুক্ত মঙ্গলা দাসকে মারধর করেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 


পরিবারের সঙ্গে দেখা করতে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা
রাতেই থানায় যায় জেলা বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা। কিন্তু, OC-র সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির। এমনকী, সেই সময় থানায় নির্যাতিতার মা থাকলেও, তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ।এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির সদস্যরা। পুলিশের বাধার মুখে পড়েই, তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। সোমবার রাতে যখন বিজেপির প্রতিনিধি দল থানায় গেছিল, তখন থানায় গেছিলেন জেলার পুলিশ সুপারও। যদিও বিজেপির অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশ সূত্রে খবর, আপাতত হোমে রাখা হয়েছে নির্যাতিতা নাবালিকাকে।


 


তীব্র হয়েছে তাপদাহ, জেলায় জেলায় স্কুলগুলি এই ব্যবস্থা নিল