কুছ কুছ হোতা হ্যায়-এর ২০ বছর উপলক্ষ্যে আয়োজিত উত্সবে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন ট্যুইঙ্কল। রানির কাছে গিয়ে হাসতে হাসতে মজা করে তিনি বলেন, ‘রানি, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আগেও তোমাকে অনেকবার বলেছি..আমি তোমার কেরিয়ার তৈরি করে দিয়েছিলাম’।
রানিও হেসেই উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ‘টুইঙ্কল, এই সিনেমায় কাজ না করার জন্য ধন্যবাদ’।
রানি আরও বলেন, টুইঙ্কলের মতো ভালো বন্ধু তিনি পেয়েছেন।
কর্ণ জানিয়েছেন, তিনি টুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়ার কাছ থেকে জানতে পেরেছিলেন যে, টুইঙ্কল এই সিনেমায় কাজ করবে না। এ কথা শুনে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন তিনি।
কর্ণ বলেছেন, ওই সময় তিনি ইন্ডাস্ট্রির সমস্ত লিড অভিনেত্রীদের কাছে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সবাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
রানিকে এই সিনেমায় বেছে নেওয়ার জন্য পরিচালক কর্ণ কৃতিত্ব দিয়েছেন আদিত্য চোপড়াকে। আদিত্য তাঁকে রানির প্রথম সিনেমা রাজা কি আয়েগি বারাত-এর ট্রেলারের একটি বিশেষ দৃশ্য দেখতে বলেছিলেন। আদিত্য তাঁকে বলেছিলেন, সিনেমার ওই চরিত্রের জন্য একেবারেই সঠিক অভিনেত্রী হবেন রানি। এরপর শাহরুখও ওই সিনেমার একই দৃশ্য দেখতে বলেছিলেন।
হাসতে হাসতেই কর্ণ বলেছেন, প্রথমবার যখন রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রানি বাড়ির দরজা খুলেছিলেন। ওকে এত ছোট দেখে প্রথমে চমকে গিয়েছিলেন।
ট্যুইঙ্কল বলেছেন, সিনেমার চিত্রনাট্য তাঁকেই প্রথম শুনিয়েছিলেন কর্ণ। আর তা শোনাতে গিয়ে খুবই আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন কর্ণ।
ট্যুইঙ্কল মজার ছলে আরও বলেছেন, এই সিনেমায় তিনি কাজ না করায় কর্ণের ভালোই হয়েছে। কারণ, তিনি শাহরুখ সহ যত সিনেমায় কাজ করেছেন, সেগুলি সফল হয়নি।