নয়াদিল্লি: বলিউডের প্রাক্তন অভিনেত্রী ট্যুইঙ্কল খান্না তাঁর বুদ্ধিমত্তা ও রসবোধের জন্য বেশ জনপ্রিয়। তিনি সেই সকল তারকাদের মধ্যে অন্যতম যাঁরা সত্যিটা মুখের ওপর বলতে দু'বার ভাবেন না। তারকা দম্পতি রাজেশ খন্না ও ডিম্পল কপাডিয়ার কন্যা এবং অক্ষয় কুমারের স্ত্রী ট্যুইঙ্কল খন্না একজন প্রতিষ্ঠিত লেখিকা ও সংবাদপত্রের কলামনিস্ট।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় 'মেলা' অভিনেত্রী। বিভিন্ন মজাদার পোস্ট শেয়ার করতেই থাকেন তিনি। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে দু'টি ছবি শেয়ার করেছেন ট্যুইঙ্কল। ক্যাপশনে লিখে বুঝিয়েছেন ছবি দু'টি আদতে 'ইনস্টাগ্রাম ভার্সন' ও 'সুন্দর বাস্তব'-এর মধ্যের ফারাক।
পোস্ট শেয়ার করে ট্যুইঙ্কল লেখেন, 'ইনস্টাগ্রাম ভার্সন এবং তারপর বাঁদিকে সোয়াইপ করে বাস্তবের আসল চিত্র দেখুন। সকলে আপনাকে নিজেকে ভালবাসতে বলবে কিন্তু আমি মনে করি নিজের ওপর হাসাও প্রয়োজন।'
কিছুদিন আগেই আক্কির সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন ট্যুইঙ্কল। যেখানে তিনি স্বামী অক্ষয় কুমারের সঙ্গে তাঁর বৈবাহিক জীবনের ধারা বুঝিয়েছিলেন খুবই বুদ্ধিদ্বীপ্ত পদ্ধতিতে।
অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের খিলাড়ির বহুপ্রতীক্ষিত ছবি 'বেল বটম'। এরপরও তাঁর ঝুলিতে একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। 'সূর্যবংশী', 'অতরঙ্গি রে', 'পৃথ্বীরাজ' এদের মধ্যে অন্যতম।