অল্পদিন আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, হৃতিক রোশন তাঁকে হুমকি দিচ্ছেন, তাঁদের তথাকথিত অতীত প্রেমের কথা পাঁচজনকে বলে বেড়ালে ফল খারাপ হবে। এ ব্যাপারে তিনি হৃতিকের বাবা রাকেশ রোশনকে জানান কিন্তু লাভ হয়নি।
সেই সাক্ষাৎকারেরই একটি অংশ নিয়ে কল্পনার লাগাম ছেড়ে দিয়েছে টুইটার। তৈরি হচ্ছে একের পর এক মজাদার মিম।
দেখুন এমনই কিছু টুইট