মুম্বই: জরুরি অবস্থার ওপর মধুর ভাণ্ডারকরের ছবি ইন্দু সরকার ঠিকমত এডিট করতে হবে। না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। হুমকি দিলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটলার।


গত সপ্তাহেই ছিল জরুরি অবস্থার ৪২তম বার্ষিকী। টাইটলারের বক্তব্য, টিভিতে তিনি ইন্দু সরকারের ট্রেলার দেখেছেন, তাতে এমন একজনকে দেখানো হচ্ছে, যিনি ঠিক তাঁর মত। তাঁর অভিযোগ, তাঁকে খারাপভাবে দেখানো হচ্ছে ছবিটিতে। টাইটলারের দাবি, জরুরি অবস্থা চলাকালীন দীর্ঘ সময় তিনি এ দেশে ছিলেন না, ছিলেন কানাডায়। ফিরে আসেন জরুরি অবস্থা শেষের মুখে।

ভাণ্ডারকরকে এ ব্যাপারে কড়া চিঠিও লিখেছেন ১৯৮৪-র শিখ দাঙ্গার অন্যতম এই অভিযুক্ত। তাঁর দাবি, তিনি জরুরি অবস্থার পক্ষে ছিলেন না, এমনকী সঞ্জয় গাঁধীকে চিঠি লিখেও এ কথা জানিয়েছিলেন। কোনও অবস্থাতেই জরুরি অবস্থার সঙ্গে যুক্ত করা যায় না তাঁকে।

টাইটলারের বক্তব্য, ভাণ্ডারকরকে হুমকি তিনি দিচ্ছেন না কিন্তু ছবি ঠিকমত এডিট করা হোক। তা না হলে মানহানির অভিযোগে আইনি ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ চাইবেন তিনি।

ভাণ্ডারকর জানিয়েছেন, টাইটলারের চিঠি পেয়ে তিনি অত্যন্ত বিস্মিত। এখনও পর্যন্ত যা দেখানো হয়েছে, তা শুধু একটি ট্রেলার, ছবি এখনও সেন্সর বোর্ডের সার্টিফিকেট পায়নি। আগে সকলে ছবিটা দেখুন, তারপর যা বলার বলুন।

জরুরি অবস্থা ভারতের ইতিহাসে বিশদভাবে চিত্রিত, তাই কে তখন কোন ভূমিকা পালন করেছিল, তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।