কলকাতা: মহিলা অনুরাগীকে তাঁর চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তার পর থেকেই চূড়ান্ত সমালোচনার স্বীকার সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। আর এবার, সেই বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী স্বয়ং। কী বললেন তিনি?
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, 'অনুরাগীরাই আমাদের জন্য পাগল হয়ে যায়। আমরা এরকম নই আসলে। আমরা যথেষ্ট ভদ্র। কিছু কিছু মানুষ শো-এর মাঝখানে এই ধরণের ব্যবহার খুব পছন্দ করে। তাঁরা চায়, এরকম কিছু একটা ঘটুক। ভিড়ের মধ্যে অনেক রকমের মানুষ থাকেন। আমাদের নিরাপত্তারক্ষীরাও থাকেন ভিড়ের মধ্যে। কিন্তু অনুরাগীরা মনে করেন, তাঁরা একবারই আমাদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন। কেউ কেউ করমর্দনের জন্য হাত এগিয়ে দেন। কেউ কেউ হাতে চুম্বন করেন। এই সমস্তই পাগলামি। এই বিষয়টাকে এত বড় করে দেখার কোনও অর্থই হয় না।'
উদিত নারায়ণ আরও বলেন, 'আমার পরিবারের এমন একটা ইমেজ রয়েছে সবার সামনে, যেমনটা সবাই চায়। আমার ছেলে আদিত্য চুপচাপ, ও কোনও ঝামেলায় জড়ায় না। অন্তত অনেকেই তেমনটা মনে করেন। আমি মঞ্চে গান গাইলে অনুরাগীরা পাগল হয়ে যায়। আমার মনে হয়, ওরা একটু খুশি হচ্ছে, হোক। আমায় অনুরাগীদের খুশি করতে হয়, নাহলে আমরা এরকম মানুষই নয়।- বলিউডে ৪৬ বছর কাটিয়ে ফেললাম। জোর করে কোনও অনুরাগীকে চুম্বন করেছি, এই অভিযোগ তো আমার বিরুদ্ধে নেই। আমার পরিবার মঞ্চের পাশে থাকে সবসময়। তাঁরা আমার ইমেজ নিয়ে গর্ব করে। আমি সবসময় আমার অনুরাগীদের কাছে হাত জোর করে নতমস্তক হই। মনে হয়, আজ সামনে এত অনুরাগী, এই দিন পরে আবার দেখতে পাব কি না পাব।
গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ মঞ্চে 'টিপ টিপ বরসা পানি' গানটি গাইছেন আর অনুরাগীরা সেলফি তুলতে আসছেন তাঁর সঙ্গে। বেশির ভাগ সবাই মহিলা অনুরাগী। কেউ কেউ চুম্বন এঁকে দিচ্ছেন উদিত নারায়ণের গালে। পাল্টা চুম্বন করছেন উদিতও। এমনই এক মহিলা এসে উদিতের গালে চুম্বন করেন। আর তারপরেই উদিত চুম্বন করেন সেই মহিলার ঠোঁটে। আর সেই থেকেই শুরু বিতর্ক।
আরও পড়ুন: Parineeti Chopra: সকালে উঠে খালি পেটেই কফি খাচ্ছেন? লাভ না ক্ষতি? কী টিপস দিচ্ছেন পরিণীতি চোপড়া?