হৃতিকের বাবা রাকেশ রোশনের গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ জারি করল না আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2017 01:49 PM (IST)
নৈনিতাল: কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত একটি মামলায় প্রযোজক-পরিচালক রাকেশ রোশনের গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশের আবেদন বাতিল করল উত্তরাখণ্ড হাইকোর্ট। রাকেশ ওই আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, মামলার চার্জশিট যেহেতু পেশ হয়ে গিয়েছে তাই স্থগিতাদেশ জারি সম্ভব নয়। দেহরাদুনের জনৈক লেখক রূপনারায়ণ সোঙ্কার পুলিশে অভিযোগ করেছেন, ২০১৩-য় মুক্তি পাওয়া কৃষ থ্রি ছবির গল্প তাঁর উপন্যাস সুয়ারদান থেকে চুরি করা। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করতে আদালতে যান রাকেশ। কিন্তু সোঙ্কারের আইনজীবী জানান, ওই উপন্যাস ছবি মুক্তির ঢের আগে ২০১০-এ প্রকাশিত হয়। তাই এই পুলিশে অভিযোগ।