নয়াদিল্লি: এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ছবি 'আর আর আর'-এর (RRR) অস্কারজয়ী গান 'নাটু নাটু' (Oscar winning song Naatu Naatu)। সোশ্যাল মিডিয়ায় এই গানের রিল নেহাত কম হয়নি। বিশ্বব্যাপী জনপ্রিয় এই গান ভাইরালও বটে। এবার ট্যুইটারে আরও একটি এমনই ভিডিও হল ভাইরাল। একদল ইউক্রেনিয় সেনাকে (Ukrainian soldiers) দেখা গেল 'নাটু নাটু' গানে পা মেলাতে।
'নাটু নাটু' গানে পা মেলালেন ইউক্রেনিয় সেনারা
'নাটু নাটু' গানের ইউক্রেনিয় সংস্করণ তৈরি হলে কেমন হত? সেই স্বাদ পাবেন এই ভাইরাল ভিডিও থেকে। প্রসঙ্গত, ছবির এই গানের শ্যুটিং হয়েছিল ইউক্রেনেই, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভবনের সামনে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে দুই সেনা, যাঁরা গানে রাম চরণ ও জুনিয়র এনটিআরের চরিত্রকে রিক্রিয়েট করেছেন।
গানে যে ধরনের গল্পের মাধ্যমে গোটা দৃশ্যায়ন হয়েছিল, সেভাবেই এই ভাইরাল ভিডিওটি তৈরি। প্রায় দিন তিনেক আগে ট্যুইটারে এই ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'মাইকোলাইভের সেনারা ভারতীয় ছবি 'আর আর আর'-এর অরিজিন্যাল গান নাটু নাটুর প্যারডি তৈরি করে, যে গান এই বছর অস্কারও জিতেছে। অরিজিন্যাল গানে দুই প্রধান তারকা ব্রিটিশ অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করে এই গানের মাধ্যমে।' গোটা ক্যাপশনটাই লেখা হয়েছে ইউক্রেনিয় ভাষায়।
প্রসঙ্গত, এই ভিডিও এতই ভাইরাল হয়েছে যে তা নজর এড়ায়নি গানের নির্মাতাদেরও। 'আর আর আর' ছবির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে এই ভিডিও রিট্যুইট করা হয়।
সম্প্রতি পরিচালক এস এস রাজামৌলি জানান এই গান তৈরির নেপথ্য কাহিনি। তাঁর কথায় জানা যায়, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর কিছুদিন আগেই এই গানে শ্যুটিং সারেন তাঁরা ইউক্রেনে। ২০২১ সালের অগাস্ট মাসে এই গানের শ্যুটিং হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ওপর আক্রমণ করে রাশিয়া।
প্রথম ভারতীয় ছবির গান হিসেবে অস্কার পায় 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল সং বিভাগে, ২০২৩ সালের মার্চ মাসে। গানের গীতিকাল চন্দ্রবোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী মঞ্চে উঠে এই সম্মান গ্রহণ করেন। দর্শকাসন থেকে তাঁদের সমর্থনে গলা ফাটান এস এস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর, তাঁদের পরিবার এবং অবশ্যই বাকি দর্শক।
আরও পড়ুন: Earphones: হেডফোন ব্যবহারের সময় এই বিষয়গুলি নজরে রাখছেন তো?
দুই দক্ষিণ ভারতীয় বিপ্লবী, অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি। ১৯২০-র প্রেক্ষাপটে স্বাধীনতা পূর্ব ভারতের ওপর তৈরি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, অজয় দেবগণও।