সকলেই জানেন, রাখী হলেন বিরাটের অন্ধ ভক্ত। তবে অনুষ্কার সঙ্গে কোহলির বিয়ের পর এভাবে প্রতিক্রিয়া দিতে পারেন রাখী, সেকথা কেউ ভাবতে পারেননি।
মাত্র ঘণ্টাখানেক হয়েছে বিরুষ্কার বিয়ের। এই বিয়ের খবর যখন রাখীর কাছে পৌঁছয় তখন তিনি ইন্সটাগ্রামে প্রথমে এই ছবিটি দেন। সেখানে তাঁকে একটি পটের ওপর বসে থাকতে দেখা যায়।
তারপর এই ভিডিওটি দিয়ে নিজের মানসিক অবস্থার কথা জানান রাখী সাবন্ত।