কলকাতা: আজ মুক্তি পেল কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) অভিনীত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তবে নজর রাখা যায় এই ছবির অজানা কিছু দিকে। 


কর্ণের বাবার মুখে শোনা গল্প থেকেই ছবি!


এই ছবির প্রচারের সময়, কর্ণ জোহর একবার বলেছিলেন, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির গল্প নাকি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। একবার তাঁর বাবা যশ জোহর তাঁকে এই গল্প শুনিয়েছিলেন। কালক্রমে, বাবার মুখে শোনা সেই গল্পকেই পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণ। 


করোনার জন্য পিছিয়ে গিয়েছিল ছবি


কর্ণ জোহর এই ছবির ঘোষণা করেছিলেন ২০২১ সালে। ২০২২ সালে প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এই ছবির কাজ। অবশেষে, ২০২৩ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে মুক্তি পেল এই ছবি। 


মা হওয়ার পরে ফ্লোরে ফিরেছিলেন আলিয়া


এই ছবির কাজ শুরু হওয়ার আগেই খবর পাওয়া গিয়েছিল, আলিয়া অন্তঃসত্তা। আর তাই, রাহার আগমনের আগে পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছিলেন কর্ণ। রাহা আসার ৪ মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফেরেন আলিয়া। মাত্র এই সময়ের মধ্যেই ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে গিয়েছিলেন আলিয়া। পর্দায় তাঁর মা হওয়ার আগের ও পরের চেহারার পার্থক্য ধরা যায়নি মোটেই।


সহকারী পরিচালকের আসনে ইব্রাহিম আলি খান


এই ছবির পরিচালনা করেছেন কর্ণ জোহর। কিন্তু অনেকেই জানেন না, এই ছবিতে সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan) পুত্র ইব্রাহিম আলি খান। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের একাধিক ছবি অবশ্য শেয়ার করে নিয়েছিলেন ইব্রাহিম। তবে, এটাই তাঁর রুপোলি পর্দার সঙ্গে যুক্ত থাকার মতো প্রথম কাজ। 


মস্কো থেকে কাশ্মীরে শ্যুটিং


মুম্বই থেকে শুরু করে দিল্লি, এমনকি বিদেশের একাধিক জায়গাতেও এই ছবির শ্যুটিং হয়েছে। মস্কো ও রাশিয়ায় গানের শ্যুটিং করেছেন রণবীর ও আলিয়া। কাশ্মীরেও হয়েছে এই ছবির গানের শ্যুট। নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছিল গানে। তবে এই ছবি সুন্দর দৃশ্যের ওপর ভর করে কতটা দর্শকদের মন জয় করতে পারবেন, সেই উত্তর দেবে সময়।


শাশ্বত বদলে টোটা?


এই ছবিতে, আলিয়ার বাবার ভূমিকায় দেখা গিয়েছে টোটা রায়চৌধুরীকে (Tota Roychowdhury)। তবে শোনা যায়, এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে আলিয়ার বাবা, মশেহের একটি নাচের দৃশ্য ছিল এই ছবিতে। সেই নাচ আবার ভরতনাট্যম। শাশ্বত নাচ করতে পারবেন না বলেই সম্ভবত তাঁর চরিত্রে নেওয়া হয়েছিল টোটাকে। শাশ্বত কাছে এই ছবির অফার ছিল তা একটি সাক্ষাৎকারে বলেছিলেন শাশ্বত, তবে তা কোন চরিত্রে, সে কথা খোলসা করেননি তিনি।


ধর্মেন্দ্র ও শাবানা আজমির রোম্যান্স


এই ছবিতে ধর্মেন্দ্রকে দেখানো হয়েছে রণবীরের পরিবারের অংশ হিসেবে। অন্যদিকে শাবানা আজমি অভিনয় করেছেন আলিয়ার পরিবারের একজন হয়ে। তবে একটি সাক্ষাৎকারে শাবানা বলেছিলেন, এই ছবিতে নাকি রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে ও ধর্মেন্দ্রেকে। তবে তা কি প্রেক্ষাপটে, সেকথা বলেননি শাবানা। 


আরও পড়ুন: Rocky Aur Rani Ki Prem Kahani: যাত্রা শুরু রকি-রানির, প্রথম বলিউড ছবি মুক্তির দিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা টোটার