মুম্বই: তাঁর পোশাক নির্বাচনের অভিনবত্বের জন্য সবসময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। পাপারাৎজিদের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছড়িয়ে পড়ে তাঁর ছবি। তিনি উরফি জাভেদ (Uorfi Javed)। তিনি মানেই যেন সোশ্যাল মিডিয়া সেনসেসন, ভাইরাল। সম্প্রতি, মুম্বই থেকে গোয়া সফর করছিলেন তিনি। আর সেখানেই, বিমানে একটি অপ্রিয় ঘটনার শিকার হন উরফি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনার কথাও লিখেছেন। ইকোনমি ক্লাসে করে মুম্বই থেকে গোয়া সফর করছিলেন উরফি। আর সেখানেই এক ব্যক্তি হঠাৎ করে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করতে থাকে ও অকথ্য ভাষায় কথা বলতে থাকে। উরফি প্রতিবাদ করায় ওই ব্যক্তির বন্ধুরা বলেন, ও মদ্যপ।
এই ঘটনায় বিস্তারিত বিবৃতি করে উরফির উপলদ্ধি, 'কোনও মানুষ মদ্যপ হলে সে মেয়েদের অসম্মান করার অধিকার পেয়ে যায় না। আমি পাবলিক ফিগার হতে পারি কিন্তু পাবলিক প্রপার্টি নই (আমি জনগণের মধ্যে পরিচিত মুখ হতে পারি কিন্তু জনগণের সম্পত্তি নয়)। উরফির এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে উরফি এই ঘটনায় আইনত কোনও পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়নি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি। তাঁর অভিনব ধরনের পোশাকের সঙ্গে এতদিনে সকলেই প্রায় পরিচিত। তবে এবার শুধু পোশাকই নয়, উরফির কানের দুল কাড়ল বিশেষ নজর। বেশ কয়েকটা ছবি পোস্ট করে উরফি লেখেন, 'এখন টমেটোই হচ্ছে সোনা'। তাঁর পোস্টের একটি ছবিতে দেখা গেল কানে ঝুলিয়েছেন টমেটোর দুল, সঙ্গে কামড় বসাচ্ছেন কাঁচা টমেটোয়। এরপর একটি ভিডিও পোস্ট করেন তিনি। প্রসঙ্গত, তাঁর পোস্টের শেষ দুটো স্লাইডে তিনি দুটো প্রতিবেদনের ছবি অ্যাটাচ করেছেন। তার প্রথমটায় দেখা যাচ্ছে সুনীল শেট্টির 'কম টমেটো খাওয়া'র খবর। পরেরটা মহারাষ্ট্রের এক কৃষকের খবর যিনি টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। উরফির নতুন এই স্টাইল বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এক নেটিজেন লেখেন, 'উরফির আর্টওয়ার্কের কোনও জবাব নেই।' অপর একজন লেখেন, 'টমেটো দিয়ে পোশাক বানিয়ে ফেলুন উরফি ম্যাম'। কেউ কেউ তো আবার বিস্ময় প্রকাশ করেছেন যে টমেটোর দাম কি কমে গেল ফের!