মুম্বই: পোশাক নিয়ে নানা সময়ই খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ (Uorfi Javed)। গোলাপ ফুলের পাপড় থেকে সেফটি পিন, উরফির পোশাকে মজে থাকে নেট দুনিয়া। কিন্তু এবার মন খারাপের খবর অভিনেত্রীর অনুরাগীদের জন্য। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উরফি জাভেদ (Uorfi Javed Hospitalized)। সেখান থেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন। জানা গিয়েছে, তিনি নিজের শরীরের দিকে একেবারেই যত্ন না নেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন।

Continues below advertisement

অসুস্থ উরফি জাভেদ, হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করলেন-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোট পর্দার অভিনেত্রী এবং ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ ছবি পোস্ট করেছেন। তবে, এবার আর অদ্ভূত কোনও পোশাক পরে ছবি দেননি। বরং, তিনি অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। সেখান থেকেই ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অনুরাগীদের। যে ছবি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে হাসপাতালে বিছানায় বসে খাবার খাচ্ছেন তিনি। তাঁর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে, হাসপাতালের খাবার এবং ওষুধ তাঁর একেবারেই ভালো লাগছে না। ছবি পোস্ট করে উরফি লিখেছেন, 'এখানে আসার পর আমার হাতে অনেক সময়। আমি আমার শরীরের যত্ন একেবারেই নিইনি।  হ্যাঁ, এটাই ঘটেছে। তাই এমনটা হল।'

Continues below advertisement

আরও পড়ুন - Anushka Sharma: অনুষ্কা শর্মার শরীরচর্চার ছবিতে মজে নেট দুনিয়া

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গত ২ থেকে ৩দিন ধরে বমি হচ্ছিল উরফি জাভেদের। তার সঙ্গে ছিল মারাত্মক জ্বর। প্রায় ১০৩ থেকে ১০৪ জ্বর ছিল তাঁর। ওষুধ খাচ্ছিলেন। কিন্তু কিছুতেই বমি ও জ্বর কমেনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় উরফির ছবি দেখে চিনতে অসুবিধা হচ্ছে নেটিজেনদের। তাঁকে যেভাবে দেখে অভ্যস্ত নেট দুনিয়া। এখানে একেবারেই তেমন নয়। বরং, অসুস্থ হওয়ার কারণে তার প্রভাব পড়েছে তাঁর চেহারায়।

'বিগ বস' থেকে দর্শকদের কাছে পরিচিত হন উরফি জাভেদ। যদিও তার আগেই তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন।