মুম্বই: বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন উরফি জাভেদ (Urfi Javed)। বোল্ড ফ্যাশন সেন্স এবং বিতর্কিত মন্তব্যের জন্য নানা সময়ই তিনি চর্চায় থাকেন। সম্প্রতি তিনি জানালেন যে, তিনি কিছুতেই মুম্বইয়ে বাড়ি ভাড়া পাচ্ছেন না। কেউ তাঁকে বাড়ি ভাড়া দিতে চাইছে না।
কেন বাড়ি ভাড়া পাচ্ছেন না উরফি জাভেদ?
সম্প্রতি বাড়ি ভাড়া না পাওয়া প্রসঙ্গে উরফি জাভেদ ট্যুইটারে লেখেন, 'মুসলিম বাড়িওয়ালারা আমাকে বাড়িভাড়া দিতে চাইছে না কারণ, তাদের আমার পোশাক নিয়ে সমস্যা রয়েছে। হিন্দু বাড়িওয়ালারা আমাকে বাড়িভাড়া দিতে চাইছে না কারণ আমি মুসলিম। কারও আবার রাজনৈতিক কারণে আমাকে নিয়ে সমস্যা। মুম্বইয়ে একটা বাড়ি ভাড়া পাওয়া মারাত্মক সমস্যার।'
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উরফি আরও লেখেন, 'একজন সিঙ্গল মুসলিম মহিলা অভিনেত্রীর জন্য মুম্বইয়ে বাড়ি ভাড়া পাওয়াটা অসম্ভব একটা কাজ।' উরফির পোস্টের সপক্ষে এক নেট নাগিরক কমেন্ট করেন, 'একই পরিস্থিতি। আশা করি আপনি একটা ভালো জায়গা দ্রুত পেয়ে যাবেন।' অনেকে আবার উরফিকে দায়িও করেছেন তাঁর নিজের এই পরিস্থিতির জন্য। তাঁর পোশাককে দায়ি করেছেন। কেউ কমেন্ট করেছেন, 'এটা আগে ভাবেননি! সব ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া থাকে।' এক নেট নাগরিক কমেন্ট করেছেন, 'সিঙ্গল। মুসলিম। অভিনেত্রী। এই সমস্ত কথা তো তব্বু জি-র ক্ষেত্রেও খাটে। কিন্তু তিনি তো মুম্বইতে ২৫ বছর কাজ করছেন। এগুলো সত্যি হলে তো ওঁরও কাজ পাওয়া উচিত নয়। ভিক্টিম কার্ড প্লে করা বন্ধ করুন। আর আমাদের শহরের নামে এমন কথা বলা বন্ধ করুন।' উরফির পোশাককে দায়ি করে এক নেট নাগরিক লিখেছেন, 'কেন সঠিক পোশাক পরেন না? তাহলে তো আপনি মুসলিম এবং হিন্দু উভয় জায়গাতেই থাকতে পারতেন।'
আরও পড়ুন - Bigg Boss 16: 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে দেখা করো', কেন এমন বললেন সলমন?
প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছিল উরফি জাভেদকে। বিজেপি নেত্রীর অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে দৃষ্টিকটূ কাজ প্রচার করেন উরফি। তবে নেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উরফি। বিজেপি নেত্রীর বিরুদ্ধে তিনি 'ভয় দেখানো'র অভিযোগ এনেছেন। তবে আধিকারিকদের কথা অনুযায়ী, বিজেপি নেত্রীর ভিত্তিতে কোনও এফআইআর দায়ের হয়নি। বয়ান রেকর্ড করার পরেই উরফির তরফ থেকে জানানো হয়েছে, তিনি রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন। বাড়ির বাইরে গেলেই অস্বস্তি হচ্ছে তাঁর। আর সেই কারণেই সুরক্ষা চান তিনি। কিছুদিন আগেই মহারাষ্ট্র স্টেট কমিশন ফোন করে সুরক্ষার আবেদন করেন উরফি। এরপরেই মুম্বই পুলিশের উদ্দেশে চিঠি পাঠায় মহারাষ্ট্র স্টেট কমিশন।