কলকাতা: জনপ্রিয় অভিনেত্রী রূপসা গুহ (Rupsha Guha) এবার হাত পাকালেন পরিচালনায়। তৈরি করলেন 'হাউ আর ইউ ফিরোজ' (How are you Feroz)। ছবির প্রধান চরিত্র ফিরোজ একজন ব্যবসায়ী। তিনি পুরনো দিনের পারসি শিল্পকলার কেনাবেচা করেন (Antique Art Dealer)। যদিও ছবিটা মূলত বাংলায় তৈরি তবে গল্পের প্রেক্ষাপটে বর্তমান সময়ের চলিত ভাষার মিশ্রিত বিন্যাস ব্যবহার করা হয়েছে। ফলে সংলাপে ইংরেজি বা হিন্দি শব্দও সাধারণভাবেই ব্যবহৃত হয়েছে।


ছবির মূল গল্প আবর্তিত হয় একটি মৌলিক প্রশ্ন থেকে। How are you Feroz? অর্থাৎ কেমন আছ ফিরোজ? এই প্রশ্নটি গঠন মূলক ভাবে এগিয়ে নিয়ে যায় চিত্রনাট্যকে। একটা চিঠিকে কেন্দ্র করে অস্তিত্ব সঙ্কটে পড়ে ফিরোজ। তাঁর নিজের অস্তিত্বের উত্তর খোঁজার চেষ্টা চলতে থাকে।


ছবিতে দর্শক যেখান থেকে ফিরোজের সঙ্গে পরিচিত হন, সেই মুহূর্তে সে তখন এক গভীর দ্বন্দ্বে। একদিকে তার ব্যবসা, যেখানে সে বিভিন্ন পুরনো দামী জিনিস কেনে এবং বিক্রি করে, অন্যদিকে তার সেই জিনিসগুলোর প্রতি অমোঘ ভালবাসা। যেখানে ওই বস্তু গুলো তার কাছে মূর্ত, তার অস্তিত্বের এক গুরুত্বপূর্ণ অংশ। কোনওভাবেই সে ওই জিনিসগুলো বিক্রি করতে পারছে না।


আরও পড়ুন: Upcoming Bengali Web Series: এবার ওয়েব সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্যুটিং শুরু হবে 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর


আমরা অনেকেই অনেক সময় জীবনে এমন অনেক বিচিত্র দ্বন্দ্বের সম্মুখীন হই। নিজেদের হারানো অস্তিত্ব খুঁজে পাই শিল্প বা শিল্প কলায়, আঁকড়ে ধরে রাখি এক প্রকার অবিচ্ছেদ্য প্রগাঢ় সম্পর্কে। যেন আত্মিক যোগ খুঁজে পাওয়া যায় ওই মূর্ত শিল্পে। কল্পনায় জীবন্ত প্রতিমূর্তি হয়ে ওঠে নির্জীব সেই শিল্প। সময়ের প্রবাহে কত কাহিনি অকথিত রয়ে যায় এই নিবিড় সংযোগে। এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্পের নির্মাণ করেছেন পরিচালক রূপসা।


ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সিরাজ টাংসালওয়ালা, রানা বসুঠাকুর, খেয়া চট্টোপাধ্যায়, অশোক বিশ্বনাথন, বিদ্যুৎ দাস, দেবাশিস মুখোপাধ্যায়, আলকারীয়া হাশমী ও আরও বিভিন্ন অভিনেতা।