নয়াদিল্লি: ফ্যাশনের প্রসঙ্গ এলে টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদের (Urfi Javed) জুড়ে মেলা ভার। আপনি তাঁর সাজ পোশাক পছন্দ করুন আর না করুন, তাঁর জনপ্রিয়তা কিন্তু অস্বীকার করতে পারবেন না। বিগ বস ওটিটির অন্যতম প্রতিযোগী উরফি জাভেদ, তাঁর ছকভাঙা সাজ পোশাকের জন্য এখন সেলিব্রিটি।


পোশাক নিয়ে উরফির পরীক্ষা-নিরীক্ষা


নিজের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট (experiment) করতে বেশ পছন্দ করেন উরফি। আর তারই নতুন সংস্করণ সেফটি পিন পোশাক (Safety Pin dress)। সম্প্রতি তাঁকে এমনই এক পোশাকে ভিডিও করতে দেখা গেল। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। সেখানে তাঁকে সেফটি পিন দিয়ে তৈরি একটি ড্রেস পরে নাচ করতে দেখা গেল। সেই ভিডিও রীতিমতো ভাইরাল (viral) হয়েছে। সেফটি পিন ড্রেসের নিচে তিনি একটি কালো বিকিনি পরেছিলেন এবং তার ওপরে শুধুই সার সার সেফটি পিন।


ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'এই ড্রেসটা পুরোপুরি সেফটি পিন দিয়ে তৈরি করা!! হ্যাঁ! তৈরি করতে তিন দিন লেগেছে কিন্তু কী সুন্দর।' একইসঙ্গে গীতা জয়সওয়াল নামে হেয়ার স্টাইলিস্টকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তাঁর 'ক্রেজি আইডিয়া'য় (crazy idea) সঙ্গ দেওয়ার জন্য।


ভিডিওটি অনলাইনে আপলোড হওয়ার পরপরই, উরফির সমর্থকরা কমেন্ট বক্সে হাজির হয়ে যান। সকলেই বেশ উত্তেজিত এমন ভিডিও দেখে। তাঁর এমন শৈল্পিক কাজ ইন্টারনেটে কেউ কেউ প্রশংসা করে, আবার অনেকে উরফির এমন অপ্রচলিত পোশাকের জন্য তাঁকে উপহাসও করা।


আরও পড়ুন: Alia-Ranbir Wedding Guest List: রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিত মাত্র ২৮! জানালেন রাহুল ভট্ট


উরফি তাঁর চকচকে নতুন পোশাকে ক্যামেরার সামনে এলেই ভাইরাল। তার পুরো কেরিয়ার জুড়ে, অভিনেত্রী তাঁর নিজস্ব ছন্দে, নিজের পছন্দ সম্পর্কে বেশ সোজা সাপ্টাই উত্তর দিয়েছেন। সর্বদা তাঁর ইনস্টাগ্রাম অনুগামীদের তীক্ষ্ণ মন্তব্যকে স্বাভাবিকভাবেই সামলেছেন। এবার নেট দুনিয়ায় ঝড় তুলেছে তাঁর সেফটি পিন পোশাক।