কলকাতা: এবার উরফি জাভেদ (Urfi Javed)-এর সুরক্ষার জন্য মুম্বই পুলিশকে আবেদন করল মহারাষ্ট্র স্টেট কমিশন। মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফির বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ করেছেন  বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের (BJP Leader Chitra Wagh)। সেই মর্মে বয়ান রেকর্ড করা হয়েছে উরফিরও।                                                                                                 

মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছিল উরফি জাভেদকে। বিজেপি নেত্রীর অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে দৃষ্টিকটূ কাজ প্রচার করেন উরফি। তবে নেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উরফি। বিজেপি নেত্রীর বিরুদ্ধে তিনি 'ভয় দেখানো'র অভিযোগ এনেছেন। তবে আধিকারিকদের কথা অনুযায়ী, বিজেপি নেত্রীর ভিত্তিতে কোনও এফআইআর দায়ের হয়নি।                                                                                                                                     

আরও পড়ুন: Haami 2 Success: ৩ খুদেকে নিয়ে কেক কেটে 'হামি ২'-র সাফল্য উদযাপন শিবপ্রসাদ, গার্গী, নন্দিতার               

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শনিবার ২৫ বছর বয়সী অভিনেত্রীকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়। ট্যুইট করে এএনআইয়ের তরফে বলা হয়, 'টিভি অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে আজ তাঁর বিরুদ্ধে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে : মুম্বই পুলিশ'।                                                                   

বয়ান রেকর্ড করার পরেই উরফির তরফ থেকে জানানো হয়েছে, তিনি রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন। বাড়ির বাইরে গেলেই অস্বস্তি হচ্ছে তাঁর। আর সেই কারণেই সুরক্ষা চান তিনি। কিছুদিন আগেই মহারাষ্ট্র স্টেট কমিশন ফোন করে সুরক্ষার আবেদন করেন উরফি। এরপরেই মুম্বই পুলিশের উদ্দেশে চিঠি পাঠায় মহারাষ্ট্র স্টেট কমিশন।