মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের (Urmila Matondkar)। শিশুশিল্পী হিসেবে বি টাউনে আত্মপ্রকাশ হয় তাঁর। শেখর কপূরের 'মাসুম' ছবিতে ঊর্মিলাতে মনে থাকবে সকলের। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, 'মাসুম' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয়নি ঊর্মিলার। তাঁকে প্রথমবার দেখা গিয়েছিল বিআর চোপড়ার ছবি 'কর্ম'তে। তারপর তিনি কাজ করেন শ্রীরাম লাগুর মরাঠি ছবি 'জাকোল'-এ। শ্যাম বেনেগালের ছবি 'কলিযুগ'-এ রেখা এবং রাজ বব্বরের পুত্রের ভূমিকাতেও অভিনয় করেন ঊর্মিলা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় তিনি আগেই ছিলেন। তারপর নায়িকা হিসেবে দেখা যায় তাঁকে। দর্শকেরা ঊর্মিলা মাতন্ডকরকে নায়িকা হিসেবে মনে রাখেন 'রঙ্গিলা' ছবি দিয়ে। আজ তাঁর জন্মদিনে (Urmila Matondkar Birthday) সামনে এল তাঁর বেশ কিছু ছেলেবেলার ছবি। যখন তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করছেন। অভিনেত্রীর ছেলেবেলার ছবি দেখে কি চিনতে পারলেন দর্শকেরা?
ঊর্মিলা মাতন্ডকরের ছেলেবেলার ছবি-
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। নানা সময় নানা বিষয়ে তিনি পোস্ট করে থাকেন। তার সঙ্গে নিজের ছবি কিংবা ভিডিও। শিশুদিবস উপলক্ষে নিজের ছেলেবেলার ছবি পোস্ট করেছিলেন ঊর্মিলা। সঙ্গে বড় বয়সের ছবিও দিয়েছিলেন। ছবিতে বড় এবং ছোট্ট উভয় বয়সের ঊর্মিলাকে দেখা যাচ্ছে হাসি মুখে ক্যামেরায় পোজ দিতে। দুই বয়সের মুখের কতটা মিল রয়েছে, তা নিয়ে কমেন্ট করেছেন নেটিজেনরা। তবে, তাঁর হাসি রয়ে গিয়েছে সেই একই। হাসি দেখেই মিল পাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের জন্মদিনে পুরনো একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। 'মাসুম' ছবির সময়কার একটি ছবি পোস্ট করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়াও, কখনও যুগল হংসরাজ, কখনও রামগোপাল ভার্মা। বলিউডের আরও অনেক তারকা নানা সময়ে 'মাসুম' ছবির সেটের একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
আজ জন্মদিনে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। বহু মনে রাখার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে 'সত্য' ছবিতে। কখনও আবার 'খুবসুরত' কিংবা 'জুদাই' ছবিতে। 'জানম সমঝা করো', 'মস্ত', 'কৌন', 'জঙ্গল', 'পেয়ার তুনে কেয়া কিয়া' এবং আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ঊর্মিলা মাতন্ডকরকে জন্মদিনের শুভেচ্ছা।