মুম্বই: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এবং ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) মধ্যে ঝামেলা যেন কাটছেই না। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একে অপরের নাম না করে বিঁধেছিলেন দুই তারকা। তারপর শোনা যায় হাত জোড় করে ঋষভের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন উর্বশী। কিন্তু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে তিনি বিষয়টা খোলসা করে জানিয়েছেন যে, তিনি মোটেই ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি।


সোশ্যাল মিডিয়ায় পোস্ট কের উর্বশী জানালেন তিনি ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি-


কিছুদিন আগে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলা। ঘটনার সূত্রপাত বলিউড অভিনেত্রীর একটি দাবিকে কেন্দ্র করে। তিনি জানিয়েছিলেন, মিস্টার 'আর পি' তাঁকে বহুবার ফোন করেছিলেন । কিন্তু সেই ফোনে তিনি সাড়া দেননি। তিনি সেই সময় ব্যস্ত ছিলেন এবং ঘুমোচ্ছিলেন। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, উর্বশীর উল্লেখ করা আর পি কি তবে ঋষভ পন্থ? অভিনেত্রীর সেই বক্তব্যের পর ঋষভ পন্থ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীর নাম না করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। পাল্টা পোস্ট করেন উর্বশীও। এমনই চলছিল। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, যে তিনি আর. পি-র জন্য কোনও বার্তা দিতে চান কিনা, তখন উর্বশী হাত জোড় করে বলেন যে তিনি দুঃখিত। কিন্তু এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর ক্ষমা চাওয়ার কারণ স্পষ্ট করে দেন অভিনেত্রী।


আরও পড়ুন - Vikram Vedha: কতগুলি দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা'? সংখ্যায় রয়েছে বড় চমক


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে, তিনি ক্ষমা চেয়েছিলেন তাঁর পরিবারের কাছে, তাঁর প্রিয়জনদের কাছে এবং তাঁর ভালোবাসার মানুষদের কাছে। এর সঙ্গে তিনি ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের উদ্দেশেও ক্ষোভ উগরে দিয়েছেন।


প্রসঙ্গত, অতীতে পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছিল । পরে অবশ্য সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে শোনা যায় । পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে কারণ, উর্বশীর দাবির পরই ইনস্টাগ্রামে জবাব দেন পন্থ । তবে এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে মরুদেশে হাজির ছিলেন উর্বশী । সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন তিনি । আর উর্বশীকে স্টেডিয়ামে দেখে গ্যালারিতে অনেকেই ঋষভ পন্থের নাম নিয়ে তাঁকে টিপ্পনি করতে শুরু করেন । উবর্শীকে অবশ্য এ সবে কান না দিয়ে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাটিংয়ের সময় তাঁকে উৎসাহ দিতে দেখা যায় ।