কলকাতা: তিনি হামেশাই সংবাদের শিরোনামে থাকেন। মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন বক্তব্য উঠে আসে শিরোনামে। তবে এবার, কোনও বক্তব্য নয়, এক নায়িকাকে নকল করতে গিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। অভিযোগ, উর্বশী নাকি বলিউডে 'দেশী গার্ল' প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র একটি স্টেটাস হুবহু কপি পেস্ট করে ব্যবহার করেছেন। আর সেখান থেকেই শুরু বিতর্ক। যে উর্বশী সবসময়েই নিজের মৌলিকত্ব নিয়ে কথা বলেন, তিনি কীভাবে এই ধরণের কাজ করতেন, তা নিয়ে প্রশ্ন তুলছে নেটদুনিয়া।
বলিউড ও হলিউডের নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি হামেশাই তাঁর ফ্যানদের জন্য স্টোরি এবং পোস্ট শেয়ার করেন। সম্প্রতি তিনি বিখ্যাত প্রাইমেটোলজিস্ট এবং মানববিজ্ঞানী জেন গুডলকে শ্রদ্ধা জানিয়েছিলেন। এর পরে অভিনেত্রী ফ্যানদের শুভ বিজয়া জানান, এরপর তৃতীয় স্টোরিতে অভিনেত্রী গাঁধী জয়ন্তী উপলক্ষে একটি পোস্ট করেন এবং চতুর্থটিতে একটি বার্তা ছিল। যেখানে লেখা ছিল, ‘আই ওয়ান্ট মাই ফিউচার’।
অভিযোগ, প্রিয়ঙ্কার এই সমস্ত স্টোরি হুবহু কপি করে উর্বশী রাউতেলা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। এটা কিন্তু নেটিজেনদের চোখ এড়ায়নি। এরপরে, উর্বশীকে নিয়ে ফের ট্রোলিং শুরু হয়। সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘একদমই পরিশ্রম করতে চান না’। অন্য একজন আবার লিখেছেন, ‘মুখের সঙ্গে বুদ্ধিতেও মেকআপ করে নিয়েছেন উর্বশী’। আরেকজন নেটিজেন লিখেছেন, ‘এ নিজের আলাদা দুনিয়ায় বাস করে’। আরেকজন লিখেছেন, ‘নিজের কোনো বুদ্ধি নেই..’
উর্বশী রাউতেলা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত নাম। তিনি যথেষ্ট কম কাজ করলেও, সবসময়েই তিনি থাকেন খবরের শিরোনামে। তাঁকে নিয়ে বিতর্ক ও কিছু কম হয় না। সদ্যই বেটিং অ্যাপ বিতর্কে নাম জড়িয়েছিল উর্বশীর। ঠিক কী ঘটেছে ঘটনা? জানা যাচ্ছে, '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন উর্বশী। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই উর্বশীর কালে সমন এসেছে। অন্যদিকে, এই একই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকেও তলব করা হয়েছে। আজ, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে মিমি চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল হাজিরা দিতে হবে উর্বশীকে। হামেশাই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন উর্বশী। আর এবার নতুন বিতর্কে জড়ালেন নায়িকা। তবে কেবল উর্বশী বা মিমিই নয়, এই বেটিং অ্যাপের প্রচারের জন্য এর আগেই নিধি আগরওয়াল, রানা ডগ্গুবতিকে ডাকা হয়েছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে, অনেক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বেআইনিভাবে ভারতে তাদের ব্যবসা বিস্তার করছে। এদের মধ্যে একটি হল ‘ওয়ানএক্সবেট’, যার বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে বহু তারকাই যুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থা জানতে চাইছে, এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল।