কলকাতা: ছিন্ন হল ৫০ বছরের বিবাহবন্ধন। প্রয়াত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthup) -এর স্বামী জানি চাকো উত্থুপ (Jani Chacko Uthup)। সোমবার, বেলার দিকে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর স্বামী। গায়িকার মুখপাত্র এই খবর জানিয়েছেন এবিপি লাইভ (ABP Live) বাংলাকে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। 


উষা উত্থুপের আপ্ত সহায়ক জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত সমস্ত ঠিকঠাকই ছিল। একসঙ্গে সকালের চা জলখাবার খেয়েছিলেন উষা উত্থুপ আর তাঁর স্বামী জানি। সিনেমাও দেখেছিলেন একসঙ্গে। এরপরে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান উষা উত্থুপ। কিছু মিটিং ছিল শিল্পীর। অফিস যাওয়া পর্যন্ত স্বাভাবিকই দেখে গিয়েছিলেন স্বামীকে। এরপরে উষা উত্থুপ অফিস পৌঁছনো মাত্রই তাঁর কাছে পুত্র সানির ফোন আসে। সেখানেই তিনি জানেন, হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন জানি চাকো উত্থুপ। হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাঁকে। 


খবর পেয়ে তড়িঘড়ি সহকারীকে নিয়েই বাড়িতে পৌঁছন উষা উত্থুপ। এই সময়ে নিজেদের বালিগঞ্জ প্লেসের বাড়িতেই থাকছিলেন তাঁরা। জানি চাকো উত্থুপকে বালিগঞ্জ প্লেসের কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে গিয়েও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসক পরীক্ষা করে জানান, সব শেষ। দেহ বাড়িতে নিয়ে যেতে বলেন পরিবারের সবাইকে। চিকিৎসকের মত, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল জানি চাকো উত্থুপের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 


উষা উত্থুপের আপ্ত সহায়ক আরও জানিয়েছেন, আজ দাহ করা হবে না জানি চাকো উত্থুপের মরদেহ। তাঁর দেহ আজকের জন্য পিস হাভেনে রাখা থাকবে। আগামীকাল দুপুর ২.৩০ থেকে ৩টের মধ্যে জানি চাকো উত্থুপের দেহ নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানের দিকে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য। জানি চাকো উত্থুপের অনেক আত্মীয়ই দেশ বা রাজ্যে বাইরে থাকে। তাঁরা দেশে ফিরছেন মৃত্যুর খবর পেয়ে। সেই কারণেই আজ দেহ দাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এখন কথা বলার অবস্থায় নেই সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। তাঁর সঙ্গে সবসময়ে রয়েছেন ছেলে সানি। আপাতত সবাই রয়েছেন তাঁদের কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে।


আরও পড়ুন: Uttam Kumar: উত্তম কুমারকে প্রথম দেখতে গিয়েই রক্তারক্তি! কী ঘটিয়েছিলেন সাবিত্রী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।