কলকাতা:  রাত পেরোলেই তাঁর চলে যাওয়ার দিন। বাংলা চলচ্চিত্রের কোহিনুরকে হারিয়ে ফেলার দিন ২৪ জুলাই। ৪৩ বছর পেরিয়ে গেল মহানায়কের মৃত্যুর, কিন্তু তাঁর সম্মোহনে আজও আচ্ছন্ন, মোহমুগ্ধ আপামর বাঙালি। তিনি উত্তমকুমার। যাঁর চলে যাওয়ার দিনটায় আজও মনখারাপ থাকে বাঙালির.. তাঁর নিজের বাড়িতে কেমন করে কাটে এই দিনটা?

  


২৪ জুলাই দিনটায় ভবানীপুরের বাড়িতে বিশেষ কোনও আয়োজন করা হয় না। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবিপি লাইভকে (ABP Live) বলছেন, 'দাদুর মৃত্যুদিন বলে বাড়িতে তেমন কোনও বিশেষ আয়োজন করা হয় না। কেবল আমাদের বাড়ির দরজা এই দিনটায় খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। নিজের ঘরে দাদুর ছবি রাখা নয়...অনুরাগীরা আজও এই দিনটায় এসে ভিড় জমান। ছোট থেকে এই রীতিই আমি দেখে আসছি।'


ছোটবেলায় এই দিনটায় বিশেষ কোনও আয়োজন দেখেছেন অভিনেতা? গৌরব বলছেন, 'এখন তো এই দিনটায় শ্যুটিংই থাকে। তবে ছোটবেলায় মনে আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজন হত। সেখানে বাবা বা ছোড়দাদুর সঙ্গে গিয়েছি। এছাড়া এই দিনটায় বিশেষ কোনও আয়োজন হয় না। তবে, সাধারণ মানুষের জন্যই দরজা খুলে দেওয়া হয় এই দিনটায়।'


২৪ জুলাই, উত্তমকুমারের প্রয়াণদিবসের ৪৩ বছর। আজও বাঙালি মজে তাঁর হাসির মায়ায়, অভিনয়ের মায়াজালে। আর উত্তমকুমারের নায়িকা.. সাবিত্রী চট্টোপাধ্যায়? ৪৩ বছরও তাঁকে বিশ্বাস করাতে পারে না, উত্তমকুমার নেই। এবিপি লাইভকে মহানায়ককে নিয়ে কথা বলতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের গলায় ঈষৎ অবিশ্বাস, ঈষৎ হতাশাও। অভিনেত্রী বলছেন, 'আমি উত্তমকুমারের মৃত্যুকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না উনি নেই। আর যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না, তাঁর স্মৃতিচারণা কী করে করব! আমার কাছে ও এখনও উনি জীবন্ত। ইন্ডাস্ট্রিকে উনি যা দিয়ে গিয়েছেন, তাতে এখনও কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যে উনি আর নেই।'


মঞ্চ থেকে শুরু করে রুপোলি পর্দা, সফল অভিনয়, নিখুঁত রসায়নে বার বার দর্শকদের মনজয় করেছে তাঁদের জুটি। সহ-অভিনেতা উত্তমকুমারের কোন শিক্ষা সাবিত্রীর জীবনে আজও সবুজ? অভিনেত্রী বলছেন, 'ফ্লোরে ২ জনই ২ জনকে শিখিয়েছি। আলাদা করে বেছে নেওয়া অসম্ভব। আর ওই যে.. যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না তাঁর স্মৃতি নিয়ে কিছু বলা যায় না। যদি আপনার মনে হয় উত্তমকুমার নেই, ওঁর যে কোনও একটা ছবি দেখে নেবেন। দেখবেন উনি সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে গিয়েছেন আপনার চোখে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial